
ছবিঃ সংগৃহীত
মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে ঈদের নামাজের মঞ্চে বিজেপি এবং বামদলকে একযোগে আক্রমণ করেছেন। তিনি বলেন, "লাল আর গেরুয়া এক হয়ে গেছে, হতে দেও, আমি একাই একশো।" মমতা অভিযোগ করেন যে, যারা আগে ধর্মনিরপেক্ষতার কথা বলত, তারা এখন বিজেপির সঙ্গে এক হয়ে গিয়েছে। তিনি আরও বলেন, "রাম-বাম একসঙ্গে টিকিট কেটে এসে আমাকে প্রশ্ন করছে, আপনি কি হিন্দু?" মমতা বলেছিলেন, "আমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রীস্টান, আমি শিখ, আমি ভারতীয়।"
তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন, "আমি রামকৃষ্ণ এবং বিবেকানন্দের ধর্মকে মানি, কিন্তু ওই ভুয়ো রাজনৈতিক দলকে আমি মানি না।" তিনি বলেন, "হিন্দু ধর্মের বিরুদ্ধে এমন কিছু রাজনৈতিক নেতা কাজ করছে, যারা এসব নিয়ে ব্যবসা করে।" মমতা আরও বলেন, "ওদের দোকান আমি বন্ধ করে দেব, যদি সবাই একজোট হয়ে থাকেন।" তিনি জাতি ও ধর্মের বিভাজনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার বিরুদ্ধে সতর্ক করেন। তার মতে, সাধারণ মানুষ এসব বিভাজন করে না, রাজনৈতিক দলগুলোই এসব সৃষ্টি করে।
মারিয়া