ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

গাজায় ওষুধ-সরঞ্জামের অভাবে আহত ফিলিস্তিনিদের মৃত্যু: মার্কিন সার্জন

প্রকাশিত: ০৪:০২, ৩১ মার্চ ২০২৫

গাজায় ওষুধ-সরঞ্জামের অভাবে আহত ফিলিস্তিনিদের মৃত্যু: মার্কিন সার্জন

ছবিঃ সংগৃহীত

গাজায় তিন সপ্তাহ ধরে চিকিৎসা সেবা প্রদানকারী একজন মার্কিন সার্জন জানিয়েছেন যে, প্রয়োজনীয় সরঞ্জাম ও ওষুধের অভাবে বহু আহত ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছেন।

ডা. মার্ক পার্লমাটার জানান, তিনি আল-আকসা ও নাসের হাসপাতালে অপারেশন করেছেন যেখানে ডাক্তারদের সাবান, অ্যান্টিবায়োটিক এবং এক্স-রে সুবিধা ছাড়াই রোগীদের চিকিৎসা দিতে হয়েছে। এ অবস্থার মধ্যেই ইসরায়েল হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান আবার শুরু করেছে।

তিনি বলেন, এক ১৫ বছর বয়সী মেয়ে, যে সাইকেল চালানোর সময় ইসরায়েলি মেশিনগানের গুলিতে আহত হয়েছিল, তাকে তিনি অপারেশন করেছেন। এটি কেবল একটি উদাহরণ, গাজায় এমন বহু শিশু আহত হয়ে চিকিৎসার অপেক্ষায় রয়েছে।

ইসরায়েলি সরকার দাবি করছে যে, তারা গাজায় নতুন করে যে হামলা চালাচ্ছে, তা মূলত হামাসকে অবরুদ্ধ করে সব আটক ব্যক্তিদের মুক্ত করতে বাধ্য করার উদ্দেশ্যে।

ডা. পার্লমাটার তার দ্বিতীয় গাজা সফর শেষে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। তিনি ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন এবং গাজায় ইসরায়েলি হামলাকে "গণহত্যা" বলে আখ্যায়িত করেছেন। তবে ইসরায়েল এই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে।

সূত্রঃ বিবিসি

ইমরান

×