ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

যুদ্ধবিরতি আলোচনায় পুতিনের প্রতি ট্রাম্পের তীব্র ক্ষোভ!

প্রকাশিত: ০৩:৫০, ৩১ মার্চ ২০২৫

যুদ্ধবিরতি আলোচনায় পুতিনের প্রতি ট্রাম্পের তীব্র ক্ষোভ!

ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আলোচনা করতে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন।

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি খুবই রাগান্বিত, একেবারে ক্ষিপ্ত!"

ট্রাম্প পুতিনের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছেন। তিনি হুঁশিয়ারি দেন, যদি রাশিয়া যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত না হয়, তবে রুশ তেল কেনা দেশগুলোর ওপর ৫০% শুল্ক আরোপ করবেন।

ট্রাম্প বলেন, "যদি রাশিয়া ও আমি ইউক্রেনের রক্তপাত বন্ধ করার বিষয়ে সমঝোতায় পৌঁছাতে না পারি এবং যদি আমি মনে করি এটি রাশিয়ার দোষ – যা হতেই পারে... তাহলে আমি রুশ তেলের ওপর গৌণ শুল্ক আরোপ করব।"

সূত্রঃ বিবিসি

ইমরান

×