ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

রাস্তায় পুড়লো পুতিনের একটি গাড়ি! ষড়যন্ত্র নাকি দুর্ঘটনা?

প্রকাশিত: ২১:২২, ৩০ মার্চ ২০২৫

রাস্তায় পুড়লো পুতিনের একটি গাড়ি! ষড়যন্ত্র নাকি দুর্ঘটনা?

ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কনভয়ের একটি গাড়িতে বিস্ফোরণ হয়েছে বলে জানা গেছে। গতকাল শনিবার (২৯ মার্চ) রুশ গোয়েন্দা সংস্থা এফএসবির (ফেডারেল সিকিউরিটি সার্ভিস) সদর দপ্তরের কাছে এই ঘটনা ঘটে।

পুতিনের কনভয়ের গাড়িতে বিস্ফোরণের ঘটনার পরই রাশিয়া জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বিস্ফোরণটি এমন এক সময়ে ঘটে, যখন সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেস্কি পুতিনের মৃত্যুর ভবিষ্যৎবাণী করেছিলেন।

ব্রিটেনের সংবাদ মাধ্যম দ্য সানের প্রতিবেদন অনুসারে, মস্কোয় রাশিয়ার গুপ্তচর সংস্থা এফএসবি এর সদর দপ্তরের অদূরে ঘটনাটি ঘটেছে। একটি লিমোজিন গাড়ি থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং সেটিতে আগুন ধরে যায়।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, সেটি রুশ প্রেসিডেন্টের কনভয়ের একটি গাড়ি ছিলো। গাড়ির ইঞ্জিনে প্রথমে আগুন ধরে এবং কিছুক্ষণের মধ্যেই গাড়ির ভেতরের অংশেও আগুন ছড়িয়ে যায়। পরে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে গাড়ির সামনের অংশের অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগুন লাগার ঘটনায় কেউ আহত হয়নি। কী কারণে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। গাড়িতে সেই সময় কে ছিলেন, তাও এখন পর্যন্ত জানা যায়নি। দ্য সানের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ওই গাড়িটি রাশিয়ার প্রেসিডেন্টের সম্পত্তি ব্যবস্থাপনা দপ্তরের অধীনে ছিলো বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

এই দুর্ঘটনার বিষয়ে সরকারিভাবে মস্কোর তরফ থেকে কোনো বিবৃতি এখনো পর্যন্ত দেওয়া হয়নি। তবে ইউরোপীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে, শনিবার মস্কোর রাস্তায় এই ঘটনাটি ঘটে।

ইতিমধ্যে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, রাস্তার ধারে আগুনে জ্বলছে, একটি লিমোজিন সাদা ধোঁয়ায় ঢেকে গিয়েছে রাস্তার একটি অংশ। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আশেপাশের কিছু মানুষ সেই আগুন নেভানোর চেষ্টা করেছেন। পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=iCKt2afZkPI

রাকিব

×