ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

মিয়ানমারে ভূমিকম্প ত্রাণ হিসেবে ১০ মিলিয়ন পাউন্ড প্রদানের ঘোষণা যুক্তরাজ্যের

প্রকাশিত: ১৩:৩৩, ৩০ মার্চ ২০২৫; আপডেট: ১৩:৩৫, ৩০ মার্চ ২০২৫

মিয়ানমারে ভূমিকম্প ত্রাণ হিসেবে ১০ মিলিয়ন পাউন্ড প্রদানের ঘোষণা যুক্তরাজ্যের

ছবিঃ সংগৃহীত

মিয়ানমারে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে হাজার হাজার মানুষের জীবন বিপন্ন হওয়ার পর, যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে ১০ মিলিয়ন পাউন্ডের মানবিক সাহায্যের ঘোষণা দেওয়া হয়েছে। এই সাহায্যটি মিয়ানমারের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মানুষের জন্য খাদ্য, পানি, ওষুধ এবং আশ্রয় সরবরাহের জন্য ব্যবহৃত হবে।

শুক্রবার দুপুরে মিয়ানমারে ঘটে যাওয়া এ ভূমিকম্পে ১,০০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং ২,৪০০ জনেরও বেশি আহত হয়েছে, জানিয়েছে মিয়ানমারের সামরিক সরকার। ম্যান্ডালয়ের কাছে ভূমিকম্পের কেন্দ্রস্থলে ব্যাপক ক্ষতি হয়েছে, অনেক ভবন ধসে পড়েছে এবং হাজার হাজার মানুষ সাহায্যের জন্য অপেক্ষা করছে।

এ ভূমিকম্পের প্রভাব থাইল্যান্ডেও অনুভূত হয়, যেখানে ছয়জনের মৃত্যু হয়েছে এবং ২৬ জন আহত হয়েছে, বিশেষ করে একটি নির্মাণাধীন ভবন ধসে পড়ায়। শনিবার পর্যন্ত ৪৭ জন এখনও নিখোঁজ রয়েছেন, জানান থাইল্যান্ডের কর্তৃপক্ষ।

যুক্তরাজ্যের উন্নয়নমন্ত্রী বারোনেস জেনিফার চ্যাপম্যান বলেন, "মিয়ানমারের এই মারাত্মক ভূমিকম্পের পর আমরা দ্রুত এবং জীবন রক্ষাকারী সহায়তা পাঠাচ্ছি। আমাদের স্থানীয় অংশীদাররা ইতিমধ্যেই মাঠে কাজ শুরু করেছে, এবং এই ১০ মিলিয়ন পাউন্ডের সাহায্য তাদের কাজে আরো জোর দেবে।"

এই সাহায্যটি মিয়ানমারে তত্‍ক্ষণাত সেখানকার মানবিক সহায়তা সংস্থাগুলোর হাতে পৌঁছাবে, যাতে তারা দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করতে পারে। বিদেশি অফিস জানিয়েছে, মিয়ানমার এবং থাইল্যান্ডে ব্রিটিশ নাগরিকদের জন্যও সহায়তা অব্যাহত থাকবে। 

তথ্যসূত্রঃhttps://ca.news.yahoo.com/uk-sends-10m-life-saving-214333941.html

মারিয়া

×