ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

গাজায় টিকে থাকার লড়াই: টিনজাত খাবারে বেঁচে আছে মানুষ, সীমান্তে পচছে তাজা খাদ্য

প্রকাশিত: ০৯:৪৭, ৩০ মার্চ ২০২৫; আপডেট: ০৯:৪৮, ৩০ মার্চ ২০২৫

গাজায় টিকে থাকার লড়াই: টিনজাত খাবারে বেঁচে আছে মানুষ, সীমান্তে পচছে তাজা খাদ্য

গাজার সাধারণ মানুষ বর্তমানে টিকে আছে মূলত টিনজাত খাবারের ওপর নির্ভর করে। ইসরায়েলের কঠোর অবরোধের কারণে গত ১০ দিন ধরে সেখানে কোনো মানবিক সহায়তা প্রবেশ করতে পারছে না। এতে করে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।

জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সমন্বয় সংস্থা (OCHA)-এর প্রধান টম ফ্লেচার নিরাপত্তা পরিষদকে জানান, সীমান্ত বন্ধ থাকায় গাজার প্রবেশপথে খাদ্যবাহী ট্রাকগুলো আটকে রয়েছে। ফলে সেই তাজা খাদ্য পচে যাচ্ছে, ওষুধের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও সেখানে দীর্ঘদিন আটকে রয়েছে।

ফ্লেচার বলেন, "নির্বিচার হামলা, মানবিক সহায়তা আটকে রাখা ও বেসামরিক অবকাঠামো ধ্বংসের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবিক আইন স্পষ্টভাবে নিষেধ করেছে। এখন সময় এসেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের এগিয়ে এসে এই আইনগুলো কার্যকর করার।"

একইসঙ্গে, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জানিয়েছে, গাজায় বর্তমানে তাদের হাতে থাকা খাদ্যের পরিমাণ মাত্র ৫,৭০০ টন। এই মজুত দিয়ে সর্বোচ্চ দুই সপ্তাহ চলা সম্ভব।

খাদ্য সংকটের পাশাপাশি বেড়ে গেছে মূল্যও। WFP জানায়, ২৫ কেজি গমের আটা এখন বিক্রি হচ্ছে ৫০ ডলারে, যা ১৮ মার্চের আগের তুলনায় ৪০০ শতাংশ বেশি।

এই কঠিন বাস্তবতায় গাজাবাসীরা শুধুমাত্র টিনজাত খাবার খেয়ে বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছে, আর সীমান্তে পড়ে থাকা তাজা খাদ্য পচে নষ্ট হচ্ছে।

সূত্র: আল-জাজিরা 

রাজু

×