
ছবিঃ সংগৃহীত
মিয়ানমারের সামরিক সরকার অবশেষে শত শত বিদেশি উদ্ধারকারীকে প্রবেশের অনুমতি দিয়েছে, কারণ দেশটিতে এক ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১,৬০০ ছাড়িয়ে গেছে। এটি গত কয়েক দশকের মধ্যে দেশটির সবচেয়ে প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ।
শুক্রবার (২৮ মার্চ) ৭.৭ মাত্রার এই ভূমিকম্প দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিকে কাঁপিয়ে দেয়, যা মিয়ানমারের শতবর্ষের ইতিহাসে অন্যতম শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পের ফলে বিমানবন্দর, সেতু ও মহাসড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন এক সময় যখন দেশটি চলমান গৃহযুদ্ধের কারণে অর্থনৈতিক বিপর্যয় এবং লাখ লাখ মানুষের বাস্তুচ্যুতির মুখে রয়েছে।
বিবিসি বার্মিজ সংবাদ সংস্থার বরাতে জানানো হয়েছে, শনিবার পর্যন্ত মিয়ানমারে মৃতের সংখ্যা ১,৬৪৪ জনে পৌঁছেছে।
প্রতিবেশী থাইল্যান্ডেও এই ভূমিকম্পের প্রভাব পড়ে। রাজধানী ব্যাংককে একটি নির্মাণাধীন ৩৩-তলা ভবন ধসে পড়ে, এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এখনো ৪৭ জনের মতো নিখোঁজ রয়েছে বা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে, যাদের মধ্যে মিয়ানমারের শ্রমিকও রয়েছেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) পূর্বাভাস দিয়েছে, ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে যেতে পারে এবং ক্ষতির পরিমাণ দেশটির বার্ষিক অর্থনৈতিক আয়ের চেয়েও বেশি হতে পারে।
সূত্রঃ রয়টার্স
ইমরান