
ছবি সংগৃহীত
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং আগামী সপ্তাহে থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন। সেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আগ্রহ প্রকাশ করেছে মিয়ানমার।
শুক্রবার (২৮ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স তিনটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, দ্বিপাক্ষিক বৈঠকের জন্য মিয়ানমার কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। সামরিক অভ্যুত্থানের পর থেকে আঞ্চলিক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার সুযোগ পাননি মিন অং হ্লাইং। তবে এবারের বিমসটেক সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন তিনি।
ভারতের সরকারি একটি সূত্রের বরাতে রয়টার্স জানায়, মিয়ানমার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি বৈঠকের প্রস্তাব পাঠিয়েছে। তবে নয়াদিল্লি এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।
অন্যদিকে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও বৈঠকের আগ্রহ প্রকাশ করেছে মিয়ানমার। নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট সূত্র জানায়, মিয়ানমারের কর্মকর্তারা ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়ে অনুরোধ জানিয়েছেন।
আশিক