
বিশ্বের কোটি কোটি মুসলমান পবিত্র ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন। রোজাদাররা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ঈদের নির্দিষ্ট তারিখ জানার জন্য। ইতোমধ্যে অস্ট্রেলিয়া প্রথম দেশ হিসেবে ঈদের দিন ঘোষণা করেছে।
অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতর
অস্ট্রেলিয়ার ফতোয়া পরিষদ ঘোষণা দিয়েছে, দেশটিতে সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাত ৯টা ৫৭ মিনিটে শাওয়াল মাসের চাঁদের জন্ম হবে, তবে এটি দেখা যাবে রোববার। ফলে রমজান ৩০ দিনে সম্পন্ন হবে এবং সোমবার ঈদ উদযাপিত হবে।
অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তিনি গাজা ও ফিলিস্তিনের জন্য প্রার্থনা ও সাহায্যের আহ্বান জানিয়েছেন। ভৌগলিক কারণে বিশ্বে সবার আগে অস্ট্রেলিয়া ঈদের তারিখ ঘোষণা করে থাকে।
ব্রুনাইয়ে ঈদের তারিখ ঘোষণা
অস্ট্রেলিয়ার পর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইও ঈদের তারিখ ঘোষণা করেছে। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে সোমবার (৩১ মার্চ) ঈদ উদযাপিত হবে। শনিবার সূর্যাস্তের পর দেশটিতে রমজানের ২৮তম দিন পূর্ণ হবে, এবং রোববার অর্ধচন্দ্র খালি চোখে দেখা যাবে বলে আশা করা হচ্ছে।
অন্যান্য দেশেও শিগগিরই ঈদের তারিখ ঘোষণা করা হবে। চাঁদ দেখার সর্বশেষ আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন।
রাজু