ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

অস্ট্রেলিয়ায় ঈদ সোমবার!

প্রকাশিত: ১৪:৫৪, ২৯ মার্চ ২০২৫

অস্ট্রেলিয়ায় ঈদ সোমবার!

ছবিঃ সংগৃহীত

অস্ট্রেলিয়ায় ২০২৫ সালের ৩১ মার্চ, সোমবার ঈদ উল ফিতর উদযাপিত হবে, যা অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল নিশ্চিত করেছে। বৈজ্ঞানিক তথ্য এবং জ্যোতির্বিদ্যা গণনার ভিত্তিতে জানানো হয়েছে, ২৯ মার্চ, শনিবার সূর্যাস্তের পর শাওয়াল মাসের চাঁদ দেখা সম্ভব হবে না। কারণ, ওইদিন চাঁদ সূর্যাস্তের পর অনেক পরে আবির্ভূত হবে, তাই চাঁদ দেখা সম্ভব নয়। এজন্য শাওয়াল মাস ৩১ মার্চ থেকে শুরু হবে। অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদ এবং অস্ট্রেলিয়ান জাতীয় ইমাম কাউন্সিল এই সিদ্ধান্তটি গ্রহণ করেছে, যা জ্যোতির্বিদ্যার পদ্ধতি এবং ইসলামিক স্কলার ও বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পরামর্শের পর নেওয়া হয়েছে।

এছাড়া, কাউন্সিল মুসলিমদের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়ে বলেছে, যদিও বিভিন্ন মত রয়েছে, তবে ঈদ উদযাপন করতে সকলকে একসাথে থাকতে হবে। তারা ঈদের শুভেচ্ছা জানিয়ে গাজা ও ফিলিস্তিনের অসহায় মানুষের জন্য দোয়া এবং সহায়তারও আহ্বান জানিয়েছে। কাউন্সিল মুসলিমদের মধ্যে পারস্পরিক ঐক্য বজায় রেখে ঈদ পালন করার ওপর গুরুত্বারোপ করেছে।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/19cDJuhdgq/

মারিয়া

×