ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

এবার বিশ্বশান্তির জন্য গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন বললেন ট্রাম্প

প্রকাশিত: ১৩:৫৬, ২৯ মার্চ ২০২৫

এবার বিশ্বশান্তির জন্য গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন বললেন ট্রাম্প

ছবি: সংগৃহীত।

বিশ্বশান্তি নিশ্চিত করতে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও খনিজ সম্পদে সমৃদ্ধ এই ডেনিশ ভূখণ্ডকে নিজেদের অধীনে নেওয়ার উচ্চাকাঙ্ক্ষা আরও জোরালো করলেন তিনি।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, "আমরা শুধু যুক্তরাষ্ট্রের শান্তির কথা বলছি না, বরং বিশ্বশান্তির কথা বলছি। আমরা আন্তর্জাতিক নিরাপত্তার বিষয়েও কথা বলছি।"

গতকাল শুক্রবার গ্রিনল্যান্ডের একটি মার্কিন সামরিক ঘাঁটি পরিদর্শন করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তার স্ত্রী ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে এই সফরের সময়সীমা সংক্ষিপ্ত করা হয়, কারণ সফরের পরিকল্পনা সম্পর্কে আগে থেকে পরামর্শ না করায় গ্রিনল্যান্ডের জনগণ ও ডেনিশ সরকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়।

ভ্যান্স ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিয়ে বলেন, "আমরা আর্কটিক নিরাপত্তায় বিশেষভাবে আগ্রহী। যদি যুক্তরাষ্ট্র এই অঞ্চলে নেতৃত্ব না নেয়, তাহলে চীন বা রাশিয়ার মতো শক্তিগুলো তা করবে।"

তিনি আরও বলেন, "আমরা গ্রিনল্যান্ডের জনগণের সমালোচনা করছি না। বরং তারা অসাধারণ মানুষ এবং এখানে বিশাল সম্ভাবনা রয়েছে। আমাদের সমালোচনা মূলত ডেনমার্কের নেতৃত্বের প্রতি, যারা গ্রিনল্যান্ডে পর্যাপ্ত বিনিয়োগ করেনি এবং নিরাপত্তার বিষয়ে উদাসীন থেকেছে। এটি অবশ্যই পরিবর্তন করতে হবে, আর যুক্তরাষ্ট্রের নীতি হলো—এই পরিবর্তন নিশ্চিত করা।"

ভ্যান্সের এই সফর এমন এক সময়ে হলো, যখন ট্রাম্প বারবার বলে আসছেন যে, যুক্তরাষ্ট্রের উচিত কোনো না কোনোভাবে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়া। এই ইস্যুকে কেন্দ্র করে ওয়াশিংটন ও কোপেনহেগেনের সম্পর্ক বেশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

সূত্র: আলজাজিরা

সায়মা ইসলাম

×