ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

থাইল্যান্ড-মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৭০০ ছাড়াল

প্রকাশিত: ১১:০৮, ২৯ মার্চ ২০২৫

থাইল্যান্ড-মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৭০০ ছাড়াল

ছবি: সংগৃহীত।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে এখনও অভিযান চালাচ্ছে উদ্ধারকারীরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার মিয়ানমারের সামরিক সরকার এক বিবৃতিতে জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি মান্দালয় অঞ্চলে অন্তত ৬৯৪ জন নিহত হয়েছেন এবং প্রায় ১ হাজার ৭০০ জন আহত হয়েছেন। এ ছাড়া, কেন্দ্রস্থল থেকে ১ হাজার কিলোমিটার দূরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আরও ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মিয়ানমারের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমিকম্পে সড়ক, সেতু ও ভবনের মতো অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। বর্তমানে দুর্গত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

গতকাল শুক্রবার স্থানীয় সময় দুপুরের দিকে মধ্য মিয়ানমারের সাগাইন শহরের উত্তর-পশ্চিমে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। কয়েক মিনিটের মধ্যে ৬ দশমিক ৭ মাত্রার আরেকটি আফটারশক অনুভূত হয়। ভূমিকম্পে মিয়ানমারের বিস্তীর্ণ এলাকায় ভবন ধসে পড়েছে, সেতু ভেঙে গেছে এবং রাস্তা দেবে গেছে।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি নির্মাণাধীন ৩০ তলা ভবন ধসে পড়েছে, যেখানে এখনো শতাধিক শ্রমিক নিখোঁজ রয়েছেন। গভর্নর চাদচার্ট সিট্টিপান্ট জানিয়েছেন, শহরে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের বেশির ভাগই আকাশচুম্বী ভবন ধসে প্রাণ হারিয়েছেন।

গভর্নর চাদচার্ট বলেন, ‘আমাদের যা সরঞ্জাম আছে তা ব্যবহার করে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি, কারণ প্রতিটি জীবন মূল্যবান।’

ব্যাংকক সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের ২ হাজারের বেশি ক্ষতিগ্রস্ত ভবনের মূল্যায়ন করতে ১০০ জনের বেশি প্রকৌশলী মোতায়েন করা হবে। ভূমিকম্পের ফলে সৃষ্ট ধ্বংসযজ্ঞে প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সায়মা ইসলাম

×