
ছবি : সংগৃহীত
মিয়ানমারের মধ্যাঞ্চলে শুক্রবার ঘটে যাওয়া ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৪৪ জনে দাঁড়িয়েছে। দেশটির জান্তা সরকার প্রধান মিন অং হ্লাইং নিহত ও আহতের এই চূড়ান্ত সংখ্যা নিশ্চিত করেছেন। আহতের সংখ্যা ৭৩২ ছাড়িয়ে গেছে বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এখনও উদ্ধারকাজ চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিয়ানমারের রাজধানী নেপিদো। এখানেই নিহতের সংখ্যা সর্বোচ্চ ৯৬ জন। সাইগাইংয়ে নিহত হয়েছেন ১৮ জন এবং মান্দালয়ে ৩০ জন। আহতদের মধ্যে নেপিদোতে ১৩২ জন এবং সাইগাইংয়ে ৩০০ জনের বেশি রয়েছেন। দেশটির বিভিন্ন অঞ্চল থেকে এখনও আহতদের উদ্ধার করা চলছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিটে মিয়ানমারের মান্দালয় শহরের কাছে এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের মূল মাত্রা ছিল ৭.৭ রিখটার স্কেলে। প্রায় ১১ মিনিট পর ৬.৪ মাত্রার একটি আফটারশক আঘাত হানে। এই ভূমিকম্পের প্রভাব প্রতিবেশী বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, চীন এবং ভিয়েতনামেও অনুভূত হয়েছে।
মিয়ানমার সরকার ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে উদ্ধারকারী দল পাঠিয়েছে। তবে দুর্গম এলাকা এবং যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় উদ্ধার কাজে বাধার সম্মুখীন হচ্ছে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে সহায়তা কামনা করা হয়েছে বলে জানা গেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই ভূমিকম্প মিয়ানমারের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি হতে পারে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
আঁখি