ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

সেভেন সিস্টার্সে চীনের বাণিজ্য সম্ভাবনায় শঙ্কিত ভারত?

প্রকাশিত: ২৩:৫৭, ২৮ মার্চ ২০২৫; আপডেট: ২৩:৫৮, ২৮ মার্চ ২০২৫

সেভেন সিস্টার্সে চীনের বাণিজ্য সম্ভাবনায় শঙ্কিত ভারত?

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফর কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা তৈরি করেছে। বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো, যা ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত, সেখানে চীনের বর্ধিত বাণিজ্যিক কার্যক্রম নিয়ে দিল্লির উদ্বেগ স্পষ্ট। 

ড. ইউনূস চীনে তার সফরের অংশ হিসেবে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন। ধারণা করা হচ্ছে, এই সফরে তিনি চীনের বাণিজ্য ও বিনিয়োগ কৌশল নিয়ে আলোচনা করেছেন, যা সরাসরি বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বাণিজ্য ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে। 

চীন দীর্ঘদিন ধরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বিভিন্ন অবকাঠামো প্রকল্প ও বিনিয়োগের মাধ্যমে নিজের কৌশলগত অবস্থান মজবুত করতে চাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, চীনের অর্থনৈতিক ও রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে এই অঞ্চলে বাণিজ্য সম্প্রসারণের যে পরিকল্পনা রয়েছে, তা ভারতীয় স্বার্থের জন্য উদ্বেগজনক হতে পারে।

ভারতের বিশ্লেষকরা মনে করছেন, ড. ইউনূসের চীন সফর এবং তার বৈঠকগুলো এই অঞ্চলের অর্থনৈতিক ও কূটনৈতিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও বিষয়টি নজরদারিতে রেখেছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার স্পষ্টভাবেই জানিয়েছে যে, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখাই তাদের প্রধান লক্ষ্য। তবে চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান বাণিজ্যিক সম্পর্ক এবং ভারতের সঙ্গে ঐতিহ্যগত কূটনৈতিক বন্ধুত্ব—এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বর্তমানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নীতিনির্ধারকরা ড. ইউনূসের সফরের দীর্ঘমেয়াদী প্রভাব বিশ্লেষণ করছেন। চীনের সঙ্গে নতুন কোনো বাণিজ্য চুক্তি বা সহযোগিতা হলে তা কেবল বাংলাদেশের অর্থনীতির জন্যই নয়, বরং ভারতসহ সমগ্র দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে প্রভাব ফেলতে পারে।

সূত্র: https://www.facebook.com/share/v/15NkLovHLL/

আসিফ

×