ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

মিয়ানমারের ভয়াবহ ভূমিকম্পে নিহতদের সংখ্যা বেড়ে ১০০ ছাড়ানোর আশঙ্কা

প্রকাশিত: ২২:০২, ২৮ মার্চ ২০২৫

মিয়ানমারের ভয়াবহ ভূমিকম্পে নিহতদের সংখ্যা বেড়ে ১০০ ছাড়ানোর আশঙ্কা

মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করা হয়েছে। উদ্ধারকর্মীদের মতে, মান্দালয় অঞ্চলে ঘটিত ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একটি উদ্ধারকারী দল জানিয়েছে, "মৃত্যুর সংখ্যা অনেক বেশি এবং উদ্ধার অভিযান চলছে। তবে বর্তমানে মৃতের সঠিক সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি, তবে এটি অন্তত শতাধিক হতে পারে।"

এদিকে, শুক্রবার (২৮ মার্চ) মিয়ানমারের ভূমিকম্পটি প্রতিবেশী থাইল্যান্ডেও অনুভূত হয়েছে, যেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। থাইল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইমার্জেন্সি মেডিসিন জানায়, নির্মাণাধীন একটি ৩০ তলা ভবন ধসে পড়ার ঘটনায় প্রথমে ৪৩ জনের নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হলেও, এখন সেই সংখ্যা বেড়ে ৭০ জনে পৌঁছেছে। তবে ভবনটির নিচে কতজনের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। উদ্ধারকারীরা জীবিতদের সন্ধান চালিয়ে যাচ্ছে এবং ঘটনাস্থলে অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে।প্রথমে, তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছিল যে, ভূমিকম্পে মিয়ানমারে অন্তত ২৫ জন এবং থাইল্যান্ডে ১ জন নিহত হয়েছেন। এছাড়া, ব্যাংককে একটি বহুতল ভবন ধসে ৪৩ জন আটকা পড়েন। থাইল্যান্ডের স্টক এক্সচেঞ্জও ভূমিকম্পের কারণে বন্ধ রাখা হয়েছে।

বর্তমান পরিস্থিতি মোকাবিলায় ব্যাংকক শহরে 'জরুরি অবস্থা' ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সূত্র ঃ বিবিসি বাংলা

 

রাজু

×