ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

ভারত সফরে আসছেন পুতিন

প্রকাশিত: ২০:৩০, ২৮ মার্চ ২০২৫

ভারত সফরে আসছেন পুতিন

পুতিন

শীঘ্রই ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বৃহস্পতিবার (২৭ মার্চ) এক টেলিভিশন ভাষণে এ তথ্য নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সের্গেই ল্যাভরভ বলেছেন, ‘প্রেসিডেন্টের সফরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তৃতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ায় তার প্রথম বিদেশ সফর করেছেন। এখন আমাদের পালা।’ তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ভারত সফরের ব্যবস্থা করা হচ্ছে।’  তবে, তিনি কখন এই সফর হতে পারে তা নির্দিষ্ট করে করেননি ল্যাভরভ। গত বছর রাশিয়া সফরের সময় নরেন্দ্র মোদি রুশ প্রেসিডেন্টকে একটি রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।
ল্যাভরভ বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতীয় সরকার প্রধানের কাছ থেকে সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। রুশ প্রেসিডেন্টের ভারত প্রজাতন্ত্রের সফরের পরিকল্পনা করা হচ্ছে। ‘রাশিয়া ও ভারত: একটি নতুন দ্বিপক্ষীয় এজেন্ডার দিকে’ শীর্ষক এক সম্মেলনে এ ঘোষণা দেন ল্যাভরভ। 

×