ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

সমুদ্রকেও নরকে পরিণত করবো, ইসরাইলকে বিশ্বের মানচিত্র থেকে বিলীন করবো: ইরানের নৌবাহিনী কমান্ডার 

প্রকাশিত: ১৭:৪২, ২৮ মার্চ ২০২৫; আপডেট: ১৭:৪৪, ২৮ মার্চ ২০২৫

সমুদ্রকেও নরকে পরিণত করবো, ইসরাইলকে বিশ্বের মানচিত্র থেকে বিলীন করবো: ইরানের নৌবাহিনী কমান্ডার 

ছবি: সংগৃহীত

ইসরাইলের জন্য সাগরকে নরকে পরিণত করার হুমকি দিয়েছে ইরান। সাথে অংশ নিয়েছে ইয়েমেন,লেবানন এবং ইরাকের নৌ বাহিনী। যার ফলে, বিপাকে পড়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এদিকে ইহুদি বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিতে মিসাইল মেগা সিটি উন্মোচন করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। এটি দেখে ভয়ে কাঁপছে নেতানিয়াহু। গাজা এবং লেবাননে ইসরাইলের নতুন করে আগ্রাসনের মধ্যে পারস্য উপসাগরের মাধ্যমে কি বার্তা দিতে চাচ্ছে ইরান। লোহিত সাগরে ইসরাইলের পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে আক্রমণ করতে পারে ইসরাইল সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী।

এমন শঙ্কা থেকেই গত ১৫মার্চ ইয়েমেন জুড়ে সামরিক হামলার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগর সহ মধ্যপ্রাচ্যকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে রণতরী পাঠানোর আদেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এতে করে অঞ্চলজুড়ে সামরিক  আগ্রসনের আশঙ্কা করা হচ্ছে। 

এমন পরিস্থিতিতে বসে নেই ইরানও। ইসরাইল এবং মার্কিন প্রশাসনকে সতর্ক করতে পারস্য সাগর ,মার্কান উপকূলীয় অঞ্চল, ক্যাস্পিয়ান সাগরে লেবানন,ইয়েমেন এবং ইরাকের নৌবাহিনীর সাথে যৌথ নৌ-মহড়ার আয়োজন করেছে ইরান। ইরানসহ মধ্যপ্রচ্যের দেশগুলোর সামরিক শক্তি সম্পর্কে ধারণা দিতেই এ নৌ-মহড়ার আয়োজন করেছে তেহরান। এতে অংশ নিয়েছে ইরানসহ ৪ দেশের মোট ৩ হাজার হাল্কা ও ভারী জাহাজ।

গত ২৭ মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। ইসরাইলকে হুমকি দিয়ে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির নৌ বাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা টাংসিরি বলেন, আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতার নির্দেশে ইহুদিবাদীদের জন্য সমুদ্রকেও নরকে পরিণত করবো, ইসরাইলকে বিশ্বের মানচিত্র থেকে বিলীন করবো। তিনি আরও বলেন, আমরা যে শুধু স্থলে যুদ্ধ করবো এমন নয়, সমুদ্র পথেও আমরা যুদ্ধ করতে প্রস্তুত। ইসরাইলিদের পালানোর জায়গা থাকবে না।             

মেহেদী হাসান

×