ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

সীমান্তে প্রাচীর তুলে নিজেদের ঘিরে ফেলছে ইরান

প্রকাশিত: ০৭:০৪, ২৮ মার্চ ২০২৫

সীমান্তে প্রাচীর তুলে নিজেদের ঘিরে ফেলছে ইরান

ছবি: সংগৃহীত

ইরান তার সমগ্র স্থল সীমান্ত জুড়ে নিরাপত্তা প্রাচীর নির্মাণের একটি উচ্চাভিলাষী পরিকল্পনা ঘোষণা করেছে, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দেশটির সামরিক বিচার বিভাগের প্রধান আহমেদ রেজা ফোরখাগান সম্প্রতি এই পরিকল্পনার কথা জানিয়েছেন, যা ইরানের ৫,৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তকে ঘিরে থাকবে সাতটি প্রতিবেশী দেশের সাথে - পূর্বে আফগানিস্তান ও পাকিস্তান, পশ্চিমে ইরাক ও তুরস্ক এবং উত্তরে আর্মেনিয়া, আজারবাইজান ও তুর্কমেনিস্তানের সীমান্তে।

 

এই প্রকল্পের প্রথম ধাপ হিসেবে ইতিমধ্যেই পূর্ব সীমান্তের ১৫০ কিলোমিটার এলাকায় প্রাচীর নির্মাণ সম্পন্ন হয়েছে, এবং আগামী দুই বছরের মধ্যে পুরো পূর্ব সীমান্ত সিল করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

 

 

 

এই বিশাল নির্মাণ প্রকল্প বাস্তবায়নে ইরানকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আর্থিক দিক থেকে এই প্রকল্পের ব্যয়ভার কীভাবে মেটানো হবে তা এখনও অস্পষ্ট। ভৌগোলিক দিক থেকে পশ্চিম সীমান্তের পাহাড়ী এলাকায় প্রাচীর নির্মাণ একটি বড় ধরনের প্রযুক্তিগত চ্যালেঞ্জ সৃষ্টি করবে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জটি আসতে পারে সামাজিক-অর্থনৈতিক ক্ষেত্রে, বিশেষ করে সীমান্তবর্তী কুর্দিস্তান ও বেলুচিস্তান প্রদেশের বাসিন্দাদের জন্য যাদের জীবিকা মূলত সীমান্ত বাণিজ্যের উপর নির্ভরশীল। সরকার যদিও বৈধ বাণিজ্যের জন্য নির্দিষ্ট পয়েন্ট খোলা রাখার আশ্বাস দিয়েছে, তবুও স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে এই নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

 

 

ঐতিহাসিকভাবে দেখা যায়, সীমান্ত প্রাচীর কখনই স্থায়ী সমাধান দিতে পারে না। মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তের প্রাচীর বা ইসরায়েল-ফিলিস্তিনের নিরাপত্তা বেড়া বিশ্বকে দেখিয়েছে যে এ ধরনের কাঠামো শুধুমাত্র ভৌগোলিক বাধাই তৈরি করে, প্রকৃত নিরাপত্তা সমস্যার সমাধান করে না।

 

 

 

বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন যে ইরানের এই পদক্ষেপ কি আসলেই নিরাপত্তা নিশ্চিত করবে, নাকি এটি স্থানীয় জনগণের মধ্যে আরও বেশি অসন্তোষ ও অস্থিরতা সৃষ্টি করবে। আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়া ইরানের জন্য এই প্রাচীর নির্মাণ প্রকল্প হয়তো স্বল্পমেয়াদে কিছু নিরাপত্তা সুবিধা দেবে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি দেশটিকে একটি "দুর্গে" পরিণত করতে পারে যা তার অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলবে।

সূত্র:https://youtu.be/hv7M8paMgdc?si=Ki25GAmv3gH3QHCa 

×