
ছবিঃ সংগৃহীত
গাজায় ইসরাইলি আগ্রাসন থামতে গিয়েও থামছে না, বরং সময়ের সঙ্গে আরও বিস্তৃত হচ্ছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের পর ইসরাইল এখন শুধু গাজার প্রতিরোধের মুখেই পড়ছে না, বরং একযোগে হামলা চলছে লেবানন সীমান্ত এবং ইয়েমেন থেকেও। মধ্যপ্রাচ্য যেন আবারও জড়িয়ে পড়ছে এক বিস্তৃত আঞ্চলিক সংঘাতে।
ইসরাইলের বিমান ও স্থল হামলার প্রতিবাদে হামাস গত কয়েকদিন ধরে ইসরাইলকে লক্ষ্য করে একাধিক রকেট ছুড়েছে। অন্যদিকে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও ইসরাইলের দিকে মিসাইল নিক্ষেপ করছে। সম্প্রতি তারা বেন গুরিয়ন বিমানবন্দরে অবরোধের হুমকি পর্যন্ত দিয়েছে।
এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বুধবার রাতে নতুন করে আলোচনায় আসে গাজার প্রতিরোধ গোষ্ঠী ইসলামিক জিহাদ। এবার তারা ইসরাইলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে রকেট হামলা চালায়। রাত ৯টার দিকে বিয়ার সেভা অঞ্চলের আকাশে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে আশ্চর্যের বিষয় হলো, কোনো ধরনের সাইরেন বা আগাম সতর্কতা বাজেনি, ফলে বিস্ফোরণের শব্দে হতচকিত হয়ে পড়ে ইসরাইলের বাসিন্দারা।
ইমরান