ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

মিয়ানমারে নির্বাচনে ঘোষণা দিলেন জান্তা প্রধান

প্রকাশিত: ০১:৫৭, ২৮ মার্চ ২০২৫

মিয়ানমারে নির্বাচনে ঘোষণা দিলেন জান্তা প্রধান

ছবি সংগৃহীত

আগামী ডিসেম্বরের মধ্যে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা প্রধান মিন অং হ্লেইং। বৃহস্পতিবার (২৭ মার্চ) দেশটির সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।

জান্তা প্রধান মিন অং হ্লেইং বলেন, সামরিক বাহিনী একটি ‘‘গৌরবজনক’’ নির্বাচন আয়োজন এবং বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, "আমরা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু এবং বহুদলীয় গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের জন্য কাজ করছি।"

এসময় তিনি দেশটিতে ব্যাপক গৃহযুদ্ধের ছড়িয়ে পড়া ঠেকাতে সশস্ত্র বিরোধীদের সহিংসতা ত্যাগ ও সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচনে বিজয়ী দলের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করবো। ২০২১ সালের পর থেকে মিয়ানমারজুড়ে জান্তাবিরোধী সংঘাত চলছে। দেশটিতে বর্তমানে গৃহযুদ্ধ ও অর্থনৈতিক ভঙ্গুর পরিস্থিতি তৈরি হয়েছে। এর মাঝেই আগামী নির্বাচনের আগে দেশটির কয়েক ডজন রাজনৈতিক দলকে নিষিদ্ধ কিংবা নির্বাচনে অংশ নিতে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

তবে সমালোচকরা বলছেন, সেনাবাহিনী সমর্থিত দলগুলোকেই নির্বাচনে সুযোগ দেওয়া হচ্ছে, যাতে প্রকৃত বিরোধীরা অংশ নিতে না পারে।

আশিক

×