
ছবিঃ সংগৃহীত
যুক্তরাষ্ট্র বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-তে তাদের আর্থিক অনুদান স্থগিত করেছে, তিনটি বাণিজ্য সূত্র রয়টার্সকে জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সরকারি ব্যয় হ্রাসের প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে।
ট্রাম্প প্রশাসন বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো থেকে পিছু হটছে, যেগুলো তার "আমেরিকা ফার্স্ট" অর্থনৈতিক নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করে। এটি কিছু সংস্থা থেকে পুরোপুরি সরে আসার পরিকল্পনা করছে, যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), এবং অন্যদের জন্য অর্থায়ন কমিয়ে দিচ্ছে, যা যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যয়ের পর্যালোচনার অংশ।
এর আগেও, ২০১৯ সালে ট্রাম্পের প্রথম দফার শাসনামলে, যুক্তরাষ্ট্র WTO-র সর্বোচ্চ আপিল আদালতে নতুন বিচারক নিয়োগ অবরুদ্ধ করেছিল। এর ফলে সংস্থাটির গুরুত্বপূর্ণ বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা আংশিকভাবে অকার্যকর হয়ে পড়ে। ওয়াশিংটন WTO আপিল বোর্ডকে বাণিজ্য বিরোধ সংক্রান্ত মামলায় বিচারিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত করেছিল।
জেনেভাভিত্তিক এই বাণিজ্য সংস্থার ২০২৪ সালের বার্ষিক বাজেট ছিল ২০৫ মিলিয়ন সুইস ফ্রাঁ (২৩২.০৬ মিলিয়ন ডলার)। WTO-র প্রকাশিত নথি অনুসারে, যুক্তরাষ্ট্রের বৈশ্বিক বাণিজ্যে অংশীদারিত্বের ভিত্তিতে সংস্থাটির মোট বাজেটের প্রায় ১১% অনুদান দেওয়ার কথা ছিল।
সূত্রঃ রয়টার্স
ইমরান