ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

আঙুলের ছাপ লুকোতে কব্জি কেটে হাত ক্ষতবিক্ষত করেছি: মুস্কান, সাহিল

প্রকাশিত: ২০:৩২, ২৭ মার্চ ২০২৫

আঙুলের ছাপ লুকোতে কব্জি কেটে হাত ক্ষতবিক্ষত করেছি:  মুস্কান, সাহিল

ছবিঃ সংগৃহীত

সৌরভ রাজপুতের ঘটনার সাথে জড়িত স্ত্রী মুস্কান রস্তোগী এবং তার প্রেমিক সাহিল শুক্ল পুলিশি জেরায় বহু তথ্য প্রকাশ করেছেন। তদন্তে তারা জানিয়েছেন, সৌরভের দেহ শনাক্ত হওয়া রোধ করতে তারা কিছু বিশেষ কৌশল অবলম্বন করেছিলেন। তারা সৌরভের হাতের আঙুলের ছাপ মুছে ফেলার জন্য তার কব্জি কেটে ফেলেছিলেন।

এছাড়াও, সৌরভের মাথা আলাদা করার পরিকল্পনা করেছিলেন যাতে পরবর্তীতে শনাক্ত করা কঠিন হয়। ৪ই মার্চ রাতে, মুস্কান সৌরভের খাবারে কিছু অজানা উপাদান মিশিয়ে তাকে অস্থির অবস্থায় ফেলে দেন। এরপর তারা সৌরভের দেহকে বিভিন্ন টুকরো টুকরো করার পরিকল্পনা করেন। প্রথমে তারা সুটকেসে দেহের অংশগুলো রাখতে চেয়েছিলেন, তবে পরে তা উপযুক্ত না হওয়ায় ড্রাম ব্যবহার করার সিদ্ধান্ত নেন। পরে তারা সেই ড্রামে সিমেন্ট ঢেলে দেহাংশগুলো লুকানোর চেষ্টা করেছিলেন।

এরপর, সৌরভের স্ত্রীর সাথে সাহিল সিমলা বেড়াতে যান এবং সেখান থেকে ফেরার পর তাদের গ্রেফতার করা হয়। ফরেনসিক দল তাদের বাড়িতে কিছু রক্তের দাগ খুঁজে পায়, যা দম্পতির সংশ্লিষ্টতা নিশ্চিত করে। পুলিশ এখনো তদন্ত চালাচ্ছে এবং তারা ফরেনসিক প্রমাণের ভিত্তিতে দম্পতির জড়িত থাকার বিষয়টি আরও পরিষ্কার করছে।

তথ্যসূত্রঃhttps://www.anandabazar.com/india/muskan-rastogi-and-sahil-shukla-revealed-how-they-tried-to-conceal-saurabh-rajputs-fingerprint-dgtl/cid/1591408?

মারিয়া

×