ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

রকেট হামলায় ইসরাইলকে কাবাব বানাচ্ছে গাজাবাসী

প্রকাশিত: ২০:২৩, ২৭ মার্চ ২০২৫

রকেট হামলায় ইসরাইলকে কাবাব বানাচ্ছে গাজাবাসী

ছবি: সংগৃহীত

রকেট হামলায় একপ্রকার ইঁদুরের গর্তে লুকাচ্ছে নেতানিয়াহুর ইসরাইলিরা। বিস্ফোরণে কেঁপে উঠছে ইসরাইলের আকাশ।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, বুধবার গাজা থেকে একটি রকেট ছোঁড়া হয় দক্ষিণ ইসরাইলের দিকে, লক্ষ্য ছিল বিয়ার শেভা শহর, তবে রকেটটি মাঝপথেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে বলে দাবি তাদের।

আশ্চর্যের বিষয় এই পুরো ঘটনার সময় কোন ধরনের সাইরেন বা সতর্কতা সিস্টেম চালু হয়নি। ফলে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়ে পরে সাধারণ মানুষের মাঝে।

জানা গেছে এই হামলা চালিয়েছে গাজার ইসলামি প্রতিরোধ সংগঠন ইসলামি জিহাদ। এর আগেও বহু বার ইসরাইলের ওপর রকেট হামলা চালিয়েছে এই দলটি। এ ঘটনায়, বিয়ার শেভার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরছে এবং ইসরাইলি সংবাদ মাধ্যম গুলোতে এই বিষয়টি গুরত্ব সহকারে প্রচারিত হচ্ছে।

৭ অক্টোবর পরবর্তী সময় থেকে গাজা ও ইসরাইল সংঘাত একদম নতুন মাত্রা পেয়েছে। একদিকে হামাস এবং ইসলামি জিহাদ প্রতিরোধ সংঘঠন গুলো,অন্যদিকে লেবানন হিযবুল্লাহ্ সবদিক থেকে আক্রমণে নাস্তানাবুদ ইসরাইল। অপদিকে ইসরাইলও গাজায় রকেট হামলা চালিয়েছে। মাস দুয়েকের যুদ্ধ বিরতি শেষে আবারও হামলা শুরু করে ইসরাইল।তাদের বিরুদ্ধে প্রতিরোধ দল গুলোও বসে নেই।

বিশেষজ্ঞরা মনে করেন, এ ধরনে আক্রমণ যেখানে সতর্কতা সিস্টেম কাজ করে না,এটি ইসরাইলি নিরাপত্তার ওপর একটি বড় চ্যালেঞ্জ। যদি এ ধরণের রকেট মাঝ পথে প্রতিরোধ না করা হতো তবে এর পরিণাম ভয়াবহ হতো।

ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থা এখন তদারকি করছে কিভাবে এই সতর্কতা সিস্টেমটি হামলা শনাক্ত করতে ব্যর্থ হলো। সাধারণত গাজা থেকে রকেট উৎক্ষেপণ হলে আয়রন ডোম সিস্টেম দ্রুত তা শনাক্ত করে এবং সংশ্লিষ্ট এলাকায় সাইরেন বাজিয়ে দেয়। কিন্তু এবার তা হয় নি।

এদিকে ইসলামি জিহাদ জানিয়েছে, আমাদের আক্রমণ চলবে যতক্ষণ না ফিলিস্তিন মুক্ত হয় এবং ইসরাইলি আগ্রাসন বন্ধ হয়।

মেহেদী হাসান

×