ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এর বিরুদ্ধে আসতে পারে মার্কিন নিষেধাজ্ঞা!

প্রকাশিত: ২০:০০, ২৭ মার্চ ২০২৫; আপডেট: ২০:০০, ২৭ মার্চ ২০২৫

ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এর বিরুদ্ধে আসতে পারে মার্কিন নিষেধাজ্ঞা!

ছবি: সংগৃহীত

ভারতের গোয়েন্দা সংস্থা 'র' এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে 'র'সহ বেশ কিছু ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্প প্রশাসনের কাছে সুপারিশ করেছে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশন (ইউএসসিআইআরএফ)।

এছাড়াও আমেরিকাকে ভারতের কাছে অস্ত্র বিক্রির বিষয়েও পর্যালোচনা করার পরামর্শ দিয়েছে এই কমিশন। দেশটিকে উদ্বেগজনক হিসেবে ঘোষণারও সুপারিশ এসেছে।

ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, বিদ্বেষ ছড়ানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার বিজেপি সরকারের বিরুদ্ধে। নরেন্দ্র মোদির সরকার বছরের পর বছর কীভাবে মুসলিম, খ্রিস্টান ও শিখসসহ অন্যান্য ধর্মের মানুষদের দমন করেছে, তা নিয়ে এক বিস্তারিত প্রতিবেদন করেছে মার্কিন ফেডারেল সরকার গঠিত এই কমিশন।

গত মঙ্গলবার (২৫ মার্চ) আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশন ইউএসসিআইআরএফ তাদের বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে। মার্কিন প্রশাসনের অধীন এই কমিশনটির মূল কাজ বিভিন্ন দেশের ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত বিষয়ের উপর নজর রাখা। এছাড়া, ধর্মীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে আমেরিকার সরকারকে প্রয়োজনীয় সুপারিশ ও পরামর্শ দেয় এই কমিশন।

কমিশনের বার্ষিক রিপোর্ট বলা হয়েছে, গেল বছর ভারতে ধর্মীয় স্বাধীনতার আরও অবনতি ঘটেছে। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর বেড়েছে বৈষম্য ও আক্রমণের সংখ্যা। গেল বছর নির্বাচনের আগে রাজনৈতিক সমর্থন আদায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ তার দল বিজেপির সদস্যরা মুসলিম ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে গুজব এবং বিদ্বেষমূলক বার্তা ছড়িয়েছেন।

বাবরী মসজিদের জায়গায় নরেন্দ্র মোদির রাম মন্দির উদ্বোধনের ঘটনা কীভাবে জাতিগত দাঙ্গা ছড়িয়ে দেয়, সেসবসহ মুসলিমদের দমনে বিজেপি সরকারের বিদ্বেষমূলক আইনের মত ঘটনাগুলো তুলে ধরা হয়েছে এই রিপোর্টে। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর ভারত সরকারের এমন নির্যাতনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারকে পদক্ষেপ নিতে সুপারিশও করেছে কমিশন।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=W-ZyP6GL0u0

রাকিব

×