ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

শুল্ক বনাম টিকটক মালিকানা, চীনকে সিদ্ধান্ত নিতে বললেন ট্রাম্প

প্রকাশিত: ১৮:৫৭, ২৭ মার্চ ২০২৫

শুল্ক বনাম টিকটক মালিকানা, চীনকে সিদ্ধান্ত নিতে বললেন ট্রাম্প

ছবিঃ সংগৃহীত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চীনের ওপর আরোপিত শুল্ক কমানোর কথা ভাবছেন যদি এর মাধ্যমে বেইজিং টিকটকের মার্কিন শাখা বিক্রি করতে রাজি হয়। তিনি বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, "প্রতিটি শুল্কের পয়েন্ট টিকটক থেকে অনেক বেশি মূল্যবান।" এর মাধ্যমে তিনি ইঙ্গিত দেন যে চীন যদি টিকটকের মার্কিন অংশের বিক্রিতে সম্মত হয়, তবে তিনি চীনের প্রতি শুল্ক কমানোর প্রস্তাব দিতে পারেন।

এই মন্তব্যটি ট্রাম্প তার নতুন ২৫% আমদানি শুল্কের ঘোষণা দেওয়ার সময় করেন, যা আগামী সপ্তাহে তার পরিকল্পিত পাল্টাপাল্টি শুল্ক কর্মসূচির অংশ হতে পারে। ট্রাম্প ইতিমধ্যেই চীন থেকে আমদানি করা পণ্যের ওপর ২০% শুল্ক আরোপ করেছেন।

ট্রাম্প আশা করছেন যে আগামী সপ্তাহের মধ্যে টিকটক ডিলের একটি খসড়া চুক্তি চূড়ান্ত হতে পারে। তবে, যদি চুক্তি সম্পন্ন না হয়, তিনি সময়সীমা বাড়ানোর কথা বলেছেন।

গত বছর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বারা স্বাক্ষরিত একটি আইনের আওতায়, বাইটডান্সকে টিকটকের মার্কিন শাখা বিক্রি করতে বলা হয়েছিল। ট্রাম্প শুল্ক ও টিকটক মালিকানা নিয়ে চীনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন, যদিও চীন এখনও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে।

এছাড়া, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।

তথ্যসূত্রঃ https://fortune.com/asia/2025/03/27/trump-says-he-could-cut-china-tariffs-to-secure-tiktok-deal/

মারিয়া

আরো পড়ুন  

×