ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

দুবাইয়ের যুবরাজের কন্যাসন্তান! জানুন নতুন নাম ’হিন্দ’-এর পেছনের রহস্য

প্রকাশিত: ১৮:২৮, ২৭ মার্চ ২০২৫

দুবাইয়ের যুবরাজের কন্যাসন্তান! জানুন নতুন নাম ’হিন্দ’-এর পেছনের রহস্য

দুবাইয়ের রাজপরিবারে নতুন সদস্যের আগমন হয়েছে। যুবরাজ শেখ হামদান বিন মহম্মদ আবারো বাবা হয়েছেন, এবার একটি কন্যা সন্তানের। এটি তাঁর চতুর্থ সন্তান। নতুন সন্তানের নাম রাখা হয়েছে 'হিন্দ', যার পুরো নাম হিন্দ বিন্ত হামদান বিন মহম্মদ আল মখতুম।নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই আনন্দের খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন যুবরাজ শেখ হামদান। ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লিখেছেন, “হে ঈশ্বর, ওকে আপনার ভালবাসায় ভরা হৃদয় দান করুন এবং এমন ভাষা দিন যা সবসময় আপনাকে স্মরণ করবে। আপনার আলো এবং পথপ্রদর্শনের মাধ্যমে ওকে বেড়ে উঠতে সাহায্য করুন এবং সুস্বাস্থ্য ও কল্যাণে ভরিয়ে তুলুন।”

সন্তানের নাম 'হিন্দ' রাখার মাধ্যমে যুবরাজ শেখ হামদান তাঁর মা শেখা হিন্দ বিন্ত মাকতুমকে শ্রদ্ধা জানিয়েছেন, যিনি দুবাইয়ের শাসক শেখ মহম্মদ বিন রশিদ আল মখতুমের স্ত্রী।

শেখ হামদান ২০০৮ সাল থেকে দুবাইয়ের যুবরাজ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহির উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে আছেন।

রাজু

×