
ছবিঃ সংগৃহীত
তুরস্কে গত সপ্তাহে ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু গ্রেপ্তার হওয়ার পর থেকে রাজনীতির উত্তেজনা তুঙ্গে উঠেছে। তার গ্রেপ্তারের প্রতিবাদে দেশের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভে নেমে এসেছে। এসব বিক্ষোভকারীরা শুধু সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে না, এখন তারা প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোগান এবং তার সরকারপন্থী ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বয়কটের আহ্বান জানিয়েছে।
বিক্ষোভকারীরা সরকারের সমর্থক প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে এই বয়কট কর্মসূচি শুরু করেছে, যার মধ্যে রয়েছে সরকারপন্থী সংবাদমাধ্যম, টিভি চ্যানেল, জনপ্রিয় ক্যাফে এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান। এ জন্য একটি বিশেষ ওয়েবসাইটও চালু করা হয়েছে, যেখানে এসব প্রতিষ্ঠান ও কোম্পানির নাম ও লোগো প্রকাশ করা হয়েছে।
বিরোধী দল ও তাদের সমর্থকরা দাবি করছেন, এরদোগান সরকার দেশের গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করছে এবং তারা মানুষের মৌলিক অধিকারগুলোকে চেপে ধরছে। এরই প্রেক্ষিতে, তারা সরকারের বিরুদ্ধে আরও শক্তিশালী আন্দোলন গড়ে তোলার জন্য এই বয়কটের ডাক দিয়েছে।
এদিকে, প্রেসিডেন্ট এরদোগান বিক্ষোভকারীদের সমালোচনা করে বলেছেন, তারা দেশের অর্থনীতিকে সংকটে ফেলতে চাইছে এবং সরকারকে বধ করতে তাদের প্রতিবাদে কোনও যৌক্তিকতা নেই। কিন্তু বিরোধী দল এবং তাদের সমর্থকরা এরদোয়ান সরকারের বিরুদ্ধে তাদের প্রতিবাদ অব্যাহত রাখবে বলে ঘোষণা দিয়েছে, এবং আগামী শনিবার তারা আরও বড় একটি প্রতিবাদ সমাবেশের প্রস্তুতি নিচ্ছে।
এই বিক্ষোভ এবং বয়কটের ফলে তুরস্কের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে এবং দেশের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।
তথ্যসূত্রঃ https://www.nytimes.com/2025/03/26/world/europe/turkey-istanbul-mayor-protests.html
মারিয়া