ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

পাকিস্তানের বেলুচিস্তানে বাস যাত্রীদের ওপর হামলা, নিহত ৬

প্রকাশিত: ১৬:৫২, ২৭ মার্চ ২০২৫

পাকিস্তানের বেলুচিস্তানে বাস যাত্রীদের ওপর হামলা, নিহত ৬

ছবি: সংগৃহীত

পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে অপরিচিত বন্দুকধারীরা একটি যাত্রী বাস থেকে পাঁচজন পাঞ্জাবী যাত্রীকে নামিয়ে গুলি করে হত্যা করেছে, বৃহস্পতিবার মিডিয়া রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।

আরেকজন আহত যাত্রী পরবর্তীতে আঘাতে মারা যান।

ঘটনাটি বেলুচিস্তানের গওদার জেলার কালমাট এলাকায় ঘটে, যেখানে সশস্ত্র পুরুষরা একটি করাচি-বাউন্ড বাসের পাঁচজন যাত্রীকে হত্যা করে, গওদার জেলার ডেপুটি কমিশনার হামুদুর রহমানের উদ্ধৃতি দিয়ে জিও নিউজ রিপোর্ট করেছে।

পরে, আহত যাত্রীর মৃত্যু হওয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে পৌঁছায়।

দ্য ডন পত্রিকা জানিয়েছে, সশস্ত্র হামলাকারীরা যাত্রীদের পরিচয়পত্র পরীক্ষা করে তাদেরকে হত্যা করে এবং তিনজন অন্য যাত্রীকেও অপহরণ করে নিয়ে যায়। এক কর্মকর্তা উদ্ধৃত করে পত্রিকাটি জানিয়েছে, নিহতরা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা ছিলেন।

এখনও পর্যন্ত কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি, তবে অতীতে বেলুচ জাতিগত সন্ত্রাসী গোষ্ঠীগুলো পাঞ্জাবের লোকদের লক্ষ্য করে এমন সন্ত্রাসী হামলা চালিয়েছে।
 

 

সূত্র: https://www.hindustantimes.com/world-news/us-news/gunmen-kill-6-bus-passengers-in-pakistan-s-balochistan-101743065915113.html

আবীর

×