ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

উত্তর কোরিয়াকে অত্যাধুনিক সমরাস্ত্র দিচ্ছে রাশিয়া

প্রকাশিত: ১৬:৪৮, ২৭ মার্চ ২০২৫

উত্তর কোরিয়াকে অত্যাধুনিক সমরাস্ত্র দিচ্ছে রাশিয়া

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়া সামরিক সরঞ্জাম উন্নয়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেল। এবার তারা কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত আত্মঘাতী ড্রোন উন্মোচন করেছে, যা শত্রুপক্ষের উপস্থিতি শনাক্ত ও হামলা পরিচালনায় সক্ষম।

স্থানীয় সময় বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এই ড্রোনগুলোর পরীক্ষামূলক ব্যবহার সরাসরি পর্যবেক্ষণ করেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, কিম গোয়েন্দা ড্রোনের উন্নত সংস্করণ পর্যালোচনা করেন এবং এর কার্যকারিতা খতিয়ে দেখেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা-সম্পন্ন এই ড্রোনগুলো স্থল ও সমুদ্রপথে শত্রুপক্ষের উপস্থিতি চিহ্নিত করতে সক্ষম। পাশাপাশি, এটি কৌশলগত লক্ষ্যবস্তু শনাক্ত, নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ, বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা এবং হামলা পরিচালনার সক্ষমতা রাখে।

কিম জং উন বলেন, "সশস্ত্র বাহিনীকে আধুনিক করে তুলতে চালকবিহীন বাহন ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত।"

উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতার এই নতুন সংযোজন আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সামরিক উন্নতি নিয়ে গভীর পর্যবেক্ষণে রয়েছে।

শিলা ইসলাম

×