ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

পাকিস্তানের কারাগারে বন্দী ভারতীয় জেলের চাঞ্চল্যকর আত্মহত্যা

প্রকাশিত: ১৫:১৯, ২৭ মার্চ ২০২৫

পাকিস্তানের কারাগারে বন্দী ভারতীয় জেলের চাঞ্চল্যকর আত্মহত্যা

ছবি: সংগৃহীত

পাকিস্তানের করাচির মালির কারাগারে বন্দী এক ভারতীয় জেলে আত্মহত্যা করেছেন বলে Dawn.com জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সামুদ্রিক সীমানাগুলো স্পষ্টভাবে নির্ধারিত না থাকার কারণে এবং অনেক নৌকায় সঠিক স্থান নির্ধারণের প্রযুক্তি না থাকায় ভারতীয় জেলেরা প্রায়ই অবৈধ মাছ ধরার অভিযোগে আটক হন।

কারাগারের তত্ত্বাবধায়ক আর্শাদ হুসাইন-এর উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ৫২ বছর বয়সী গৌরব রাম আনন্দ কারাগারের ব্যারাকের বাথরুমে দড়ি দিয়ে আত্মহত্যা করেন।

"ভারতীয় বন্দিদের সবাই একই ব্যারাকে রাখা হয়," বলেন হুসাইন। "তিনি [জেলে] মঙ্গলবার রাতে বাথরুমে গিয়ে নিজের জীবন শেষ করে ফেলেন," প্রতিবেদনে যোগ করা হয়।

কারাগারের এক চিকিৎসক বন্দিকে পরীক্ষা করে রাত ২:২০টায় (ভারতীয় সময় ২:৫০) তাকে মৃত ঘোষণা করেন। এরপর এক ম্যাজিস্ট্রেট তদন্ত চালিয়ে মরদেহ সোহরাব গোথের এধি ফাউন্ডেশনের হিমাগারে রাখার নির্দেশ দেন, যতক্ষণ না আইনি প্রক্রিয়া শেষ হয় এবং পরবর্তী আদেশ দেওয়া হয়।

প্রতিবেদনে আরও জানানো হয়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ডকস পুলিশ গৌরব রাম আনন্দকে গ্রেপ্তার করে এবং একই মাসে পশ্চিম করাচির ম্যাজিস্ট্রেট তাকে মালির কারাগারে পাঠান।

চলতি বছরের ফেব্রুয়ারিতে, ২২ জন ভারতীয় জেলে, যারা মালির কারাগারে সাজা শেষ করেছিলেন, ২২ ফেব্রুয়ারি মুক্তি পেয়ে ওয়াঘা সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর হন।

প্রতিবেদনে বলা হয়, তারা অনিচ্ছাকৃতভাবে পাকিস্তানের জলসীমা অতিক্রম করায় শাস্তি ভোগ করছিলেন।

 

সূত্র: https://www.hindustantimes.com/india-news/indian-fisherman-lodged-in-pakistans-karachi-jail-since-2022-dies-by-suicide-report-101743057285675.html

আবীর

×