
ছবি: সংগৃহীত
ইসরায়েলি বাহিনী গাজার ওপর হামলা অব্যাহত রেখেছে। ভোরের আগের হামলায় তারা হামাসের মুখপাত্র আবদেল-লতিফ আল-কানুয়া এবং আরও আটজন ফিলিস্তিনিকে হত্যা করেছে।
জাতিসংঘ জানিয়েছে, গাজায় ইসরায়েলের নতুন করে চালানো হামলার ফলে গত এক সপ্তাহে ১,৪২,০০০-রও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
ইসরায়েলি বাহিনী সিরিয়ায়ও হামলা অব্যাহত রেখেছে। সিরীয় গণমাধ্যমের তথ্যানুসারে, তারা বন্দরনগরী লাতাকিয়া ও আশপাশের এলাকায় একাধিক বিমান হামলা চালিয়েছে।
সূত্র: https://www.aljazeera.com/amp/news/liveblog/2025/3/27/live-israels-relentless-bombardment-kills-26-palestinians-in-gaza
আবীর