ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

শিগগিরই মারা যাবেন পুতিন, কোন গুরুতর রোগে ভুগছেন তিনি?

প্রকাশিত: ১৫:০১, ২৭ মার্চ ২০২৫

শিগগিরই মারা যাবেন পুতিন, কোন গুরুতর রোগে ভুগছেন তিনি?

ছবি: সংগৃহীত

তিন বছর আগে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শারীরিক অসুস্থতা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে গুঞ্জন ছিল। এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেই পুতিনের শারীরিক অবস্থা নিয়ে মন্তব্য করেছেন।

বুধবার ফ্রান্স সফরে গিয়ে সংবাদমাধ্যম ‘দ্য সান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি দাবি করেছেন, পুতিন শিগগিরই মারা যাবেন। তিনি বলেন, "পুতিন শিগগিরই মারা যাবেন, এবং এটি সত্য।" যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট এই দাবি করার সময় পুতিনের শারীরিক অসুস্থতার বিষয়ে কোন নির্ভরযোগ্য সূত্র থেকে এই খবর এসেছে, সে সম্পর্কে কিছুই জানাননি।

পুতিনের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক দিন ধরেই বিভিন্ন ধরনের গুঞ্জন রয়েছে। বেশ কিছু বছর ধরে পশ্চিমা সংবাদমাধ্যমে তার অসুস্থতা নিয়ে নানা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কখনো বলা হয়েছে, তিনি হৃদরোগে আক্রান্ত, কখনো মাথায় টিউমার, কিডনির সমস্যা, দৃষ্টিশক্তি কমে যাওয়া এবং পার্কিনসনের কারণে জিভে জড়তা অনুভব করছেন। এমনকি, পুতিনের ক্যানসার হওয়া নিয়েও খবর প্রকাশিত হয়েছে।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে একটি বৈঠকের ভিডিও প্রকাশ্যে আসে, যেখানে দেখা যায় পুতিন ঠিকভাবে পা ফেলতে পারছেন না এবং তার পায়ের ওপর নিয়ন্ত্রণ নেই। সেই ভিডিও দেখে সামাজিক মাধ্যমে অনেকেই পুতিনের শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তবে ক্রেমলিনের পক্ষ থেকে বারবারই এই ধরনের সংবাদকে মিথ্যা বলে অস্বীকার করা হয়েছে।

শিহাব

×