ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

‘পুতিন শিগগিরই মারা যাবেন’

প্রকাশিত: ১৪:৪৫, ২৭ মার্চ ২০২৫

‘পুতিন শিগগিরই মারা যাবেন’

ছবি: সংগৃহীত।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শেষ পরিণতি কী হবে, তা নিয়ে উদ্বেগে রয়েছে গোটা বিশ্ব। এই সংঘাত নিরসনের জন্য বিভিন্ন মহল থেকে কূটনৈতিক প্রচেষ্টা চললেও এখনো শান্তির পথ সুস্পষ্ট নয়। ইতোমধ্যে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বেশ কয়েকজন বিশ্বনেতা মধ্যস্থতার চেষ্টা করেছেন।

এই প্রেক্ষাপটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাম্প্রতিক এক মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, "রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শীঘ্রই মারা যাবেন, আর এরপরই যুদ্ধ শেষ হবে।"

পুতিনের স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন চলছে। কখনো বলা হয়েছে, তিনি মস্তিষ্কের টিউমারে আক্রান্ত, কখনো দাবি করা হয়েছে, তার দৃষ্টিশক্তি কমে গেছে। এমনকি পারকিনসনস রোগে আক্রান্ত হয়ে তার বাকশক্তিও হারানোর সম্ভাবনার কথা শোনা গেছে। এছাড়াও, ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরও বিভিন্ন সূত্রে ছড়িয়েছে। তবে ক্রেমলিন বরাবরই এসব গুজব অস্বীকার করে আসছে।

বুধবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলেনস্কি বলেন, "পুতিনের মৃত্যু আসন্ন, এবং এটি সত্যি। আর তারপরই যুদ্ধের অবসান ঘটবে।" তার এই মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।

উল্লেখ্য, সম্প্রতি কৃষ্ণ সাগরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সামরিক উত্তেজনা কমানোর লক্ষ্যে একটি চুক্তি হয়েছে, যেখানে দুই দেশই জাহাজ চলাচলে হামলা না চালানোর বিষয়ে সম্মত হয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা একে শান্তি প্রতিষ্ঠার পথে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন।

তবে জেলেনস্কির সাম্প্রতিক মন্তব্য পরিস্থিতি আরও উত্তপ্ত করবে কিনা, তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ক্রেমলিনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

নুসরাত

×