
ছবি: সংগৃহীত।
চীনের পর এবার ভারতকেও প্রাণঘাতী মাদক ফেন্টানিল তৈরির কাঁচামাল সরবরাহকারী হিসেবে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। দেশটি দাবি করেছে, ভারত ও চীন অপরাধী চক্রগুলোর কাছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফেন্টানিল তৈরির রাসায়নিক উপাদান সরবরাহ করছে।
মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের দপ্তর থেকে প্রকাশিত বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে (‘অ্যানুয়াল থ্রেট অ্যাসেসমেন্ট’ বা ATA) এ তথ্য উল্লেখ করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধী চক্রগুলো প্রায়ই কোনো না কোনোভাবে রাষ্ট্রীয় সংশ্লিষ্টতার মাধ্যমে কাজ করে। যেমন, চীন ও ভারত। মাদক পাচারকারীদের জন্য প্রয়োজনীয় রাসায়নিক ও কাঁচামালের উৎস এই দেশগুলো। চীনকে ফেন্টানিল তৈরির রাসায়নিক উপাদান এবং পিল তৈরির প্রধান সরঞ্জামের মূল উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে, আর ভারতকে দ্বিতীয় বৃহত্তম উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এবারই প্রথম যুক্তরাষ্ট্র ফেন্টানিলের মতো মাদক তৈরির রাসায়নিক সরবরাহের অভিযোগে চীনের পাশাপাশি ভারতকেও এক কাতারে ফেলেছে। অথচ গত বছরের প্রতিবেদনে বলা হয়েছিল, মেক্সিকোর মাদক চক্রগুলো কয়েকটি দেশ থেকে সীমিত পরিমাণে রাসায়নিক সংগ্রহ করে, যার মধ্যে ভারতও রয়েছে। তবে তখন চীনকে প্রধান সরবরাহকারী হিসেবে উল্লেখ করা হয়েছিল।
যুক্তরাষ্ট্র ফেন্টানিলকে সবচেয়ে প্রাণঘাতী মাদক হিসেবে গণ্য করে। দেশটির তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত ১২ মাসে ফেন্টানিল পাচারের কারণে ৫২ হাজারের বেশি মানুষ মারা গেছে।
সূত্র: এনডিটিভি
সায়মা ইসলাম