
ছবি:সংগৃহীত
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের মুখপাত্র আবদেল-লতিফ আল-কানৌয়া নিহত হয়েছেন। ২৭ মার্চ ২০২৫ তারিখে আল জাজিরা জানায়, গাজা অঞ্চলের উত্তরাঞ্চলে জাবালিয়া আল-বালাদে নিজের তাঁবুতে ইসরায়েলি বাহিনীর হামলায় তিনি প্রাণ হারান।
কুদস নিউজ নেটওয়ার্কও হামাসের এই মুখপাত্রের মৃত্যুর খবর নিশ্চিত করেছে এবং তার মৃতদেহের একটি ছবি প্রকাশ করেছে। আল-আকসা টেলিভিশন জানায়, আল-কানৌয়ার তাঁবুতে হামলা চালানো হলে তিনি নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।
ইসরায়েলি বাহিনী গাজায় তাদের অভিযান পুনরায় শুরু করার পর হামাসের একাধিক উচ্চপর্যায়ের কর্মকর্তাকে হত্যার ঘটনা ঘটেছে। এই সপ্তাহের শুরুতে ইসরায়েল হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইসমাইল বারহুম ও সালাহ আল-বারহুমকে হত্যা করেছে। ২০২৩ সালের শেষের দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হামাসের ১১ জন সদস্য নিহত হয়েছেন।
এদিকে, রয়টার্স জানিয়েছে, গাজা সিটিতে পৃথক হামলায় কমপক্ষে ছয়জন এবং দক্ষিণ গাজার খান ইউনিসে একজন নিহত হয়েছেন।
আঁখি