
ছবি:সংগৃহীত
গাজা উপত্যকায় এবার হামাস বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফিলিস্তিনিরা। যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে, হামাসের বিরুদ্ধে প্রথমবারের মতো সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যা দিয়ে গাজার উত্তরাঞ্চলীয় বিত লাহিয়ায় শত শত স্বজনহারা ফিলিস্তিনি একত্রিত হন।
হাতে ব্যানার এবং প্লাকার্ড নিয়ে তারা স্লোগান দেন, "যুদ্ধ বন্ধ করে বেরিয়ে যাও হামাস"। বিক্ষোভে অংশগ্রহণকারী ছোট-বড় সব বয়সী মানুষদের মুখে একই প্রশ্ন ঘুরে ফিরে আসে—"হামাস কী অর্জন করতে চায় হাজার হাজার নিহতদের বিনিময়ে?"
ফিলিস্তিনিরা এ সময় হামাসকে গাজা উপত্যকা ছেড়ে যাওয়ার দাবি জানিয়ে, নির্মম হত্যাযজ্ঞ থেকে মুক্তির আহ্বান জানান। কিন্তু বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে মাস্ক পরা হামাস সদস্যরা হামলা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যদিও লাঠি ও শটগানের মুখে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন।
১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজায় আবারও হামলা চালায়, ফলে নতুন করে শত শত ফিলিস্তিনির প্রাণহানি ঘটে।
আঁখি