
ছবিঃ সংগৃহীত
আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডা রাজ্যসভায় ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ক্ষেত্রে অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, যখন যুক্তরাষ্ট্র ChatGPT, Gemini, Grok-এর মতো এআই মডেল তৈরি করেছে এবং চীন DeepSeek চালু করেছে, তখন ভারত এ ক্ষেত্রে কতটুকু এগিয়েছে, তা স্পষ্ট নয়।
তিনি সংসদে প্রশ্ন রেখে বলেন, "চীনের DeepSeek আছে, যুক্তরাষ্ট্রের ChatGPT, Grok আছে, কিন্তু এই কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ভারত কোথায়?"
চাড্ডা আরও প্রশ্ন তোলেন, ভারত কি এআই ক্ষেত্রে পিছিয়ে পড়ছে? দেশ কি নিজস্ব জেনারেটিভ এআই মডেল তৈরি করতে সক্ষম হবে?
২০১০ থেকে ২০২২ সালের তথ্য উল্লেখ করে তিনি বলেন, "বিশ্বের মোট এআই পেটেন্টের ৬০ শতাংশ যুক্তরাষ্ট্র নিবন্ধন করেছে, ২০ শতাংশ চীন করেছে, আর ভারত, যেটি বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি, তা অর্জন করতে পেরেছে মাত্র শূন্য দশমিক পাঁচ শতাংশ।"
তিনি বলেন, "যুক্তরাষ্ট্র ও চীন আমাদের থেকে চার-পাঁচ বছর এগিয়ে আছে কারণ তারা গবেষণা, শিক্ষাক্ষেত্র এবং এআই উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করেছে।"
তিনি 'Make in India' উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে গিয়ে 'Make AI in India' গড়ে তোলার আহ্বান জানান, যাতে ভারতও এআই ক্ষেত্রে বৈশ্বিক নেতৃত্ব দিতে পারে।
সূত্রঃ দ্যা টাইমস অব ইন্ডিয়া
ইমরান