ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

ইরানকে ঘিরে আমেরিকার বোমারু বিমান মোতায়েন

প্রকাশিত: ০৬:০২, ২৭ মার্চ ২০২৫

ইরানকে ঘিরে আমেরিকার বোমারু বিমান মোতায়েন

ছবি:সংগৃহীত

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে ঘিরে তার সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বাড়িয়েছে। গত ৪৮ ঘণ্টায়, মার্কিন যুক্তরাষ্ট্র তেহরানের পাশে অবস্থিত দিয়েগো গার্সিয়া ঘাটিতে অত্যাধুনিক বোমারু বিমান মোতায়ন করেছে। এই ঘাটিটি ভারত মহাসাগরে অবস্থিত এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথভাবে এটি পরিচালনা করে। ২০০১ সালে আফগানিস্তান এবং ২০০৩ সালে ইরাকে সামরিক অভিযান পরিচালনার জন্যও এই ঘাটি ব্যবহৃত হয়েছিল।

 

 

সংবাদ মাধ্যম "দ্য ওয়ার জোন" জানায় যে, স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে তারা নিশ্চিত করেছে যে, যুক্তরাষ্ট্র দিয়েগো গার্সিয়া ঘাটিতে পাঁচটি বিটু স্পিরিট স্টেলথ বোমারু বিমান মোতায়ন করেছে। এসব বিমানে ৩০০ পাউন্ডের ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর (বাংকার বাস্টার) ও ২০,০০০ পাউন্ডের ম্যাসিভ অর্ডিন্যান্স এয়ার ব্লাস্ট (মাদার অফ অল বোমস) বহন করা সম্ভব। এছাড়াও, এই বিমানের সঙ্গে কেসি ১৩৫ মডেলের ১০টি জ্বালানি বিমান এবং সি৭ কার্গো বিমানও পাঠানো হয়েছে, যা সেনা ও সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য ব্যবহৃত হবে।

 

 

মার্কিন যুক্তরাষ্ট্রের এই সামরিক উপস্থিতি বৃদ্ধির কয়েক ঘণ্টা আগে, ইরান নতুন করে একটি ভূগর্ভস্থ মিসাইল ভান্ডার উদ্বোধন করেছে। এই ভান্ডারে রয়েছে শক্তিশালী দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল, যা ইরানের সামরিক শক্তির একটি বড় উদাহরণ।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি চিঠি পাঠিয়েছিলেন, যেখানে তিনি ইরানকে পরমাণু কর্মসূচি সমাধানের জন্য দুই মাসের আল্টিমেটাম দিয়েছেন এবং আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প আরও হুমকি দিয়েছেন যে, যদি ইরান আলোচনায় বসতে রাজি না হয়, তাহলে তেহরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

তবে ইরান যুক্তরাষ্ট্রের এই হুমকিকে পাত্তা না দিয়ে জানিয়েছে যে, ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বজায় থাকলে তারা পরমাণু ইস্যুতে সরাসরি আলোচনা করবে না।

আঁখি

×