
ছবি:সংগৃহীত
ফ্রান্সে নেদারল্যান্ডসভিত্তিক ইসলামিক ফ্যাশন ব্র্যান্ড মেরাচি-এর একটি বিজ্ঞাপন বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে। বিজ্ঞাপনটিতে প্যারিসের আইফেল টাওয়ারকে হিজাব পরানো অবস্থায় দেখা গেছে, যার ক্যাপশনে লেখা- "ফরাসি সরকার মেরাচিকে আসতে দেখলে ঘৃণা করে।"
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম সানডে টাইমস জানিয়েছে, ফ্রান্সের ধর্মনিরপেক্ষ নীতি এবং সরকারি প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার আইনের পরিপ্রেক্ষিতে এই বিজ্ঞাপনটি তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ফরাসি মিডিয়া ও রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে "সরকারবিরোধী বার্তাকে বাণিজ্যিকভাবে ব্যবহারের চেষ্টা" বলে আখ্যায়িত করেছেন।
বিজ্ঞাপনটিতে সরাসরি ধর্মের উল্লেখ না থাকলেও, এটি ফ্রান্সের লাইসিতে (ধর্মনিরপেক্ষতা)* নীতির প্রতি একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। ফ্রান্সের ডানপন্থী রাজনৈতিক দল ন্যাশনাল র্যালি-এর নেতারা এটিকে "ফ্রান্সের জাতীয় প্রতীকের অবমাননা" বলে অভিহিত করেছেন। দলটির সংসদ সদস্য লিসেট পোলেট সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, "এটি কেবল একটি বিজ্ঞাপন নয়, বরং ফ্রান্সের মূল্যবোধের প্রতি সরাসরি আঘাত।" আমস্টারডামভিত্তিক এই ব্র্যান্ডটি মূলত *মডেস্ট ফ্যাশন* (ইসলামিক পোশাক) নিয়ে কাজ করে।
সম্প্রতি তারা প্যারিসের ল্য মারাইস এলাকায় একটি পপ-আপ স্টোর চালু করেছে। ব্র্যান্ডের ২৬ বছর বয়সী প্রতিষ্ঠাতা নাদা মেরাচি এখনও এই বিতর্কে কোনো মন্তব্য করেননি।
ফ্রান্সে হিজাব, বুরকিনি এবং অন্যান্য ধর্মীয় প্রতীক নিষিদ্ধ করার কঠোর আইন রয়েছে, যা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। সরকারি স্কুল, অফিস এবং প্রকাশ্য স্থানে ধর্মীয় পোশাক পরা নিষেধ। এই প্রেক্ষাপটে মেরাচির বিজ্ঞাপনটি ফ্রান্সের একটি সংবেদনশীল ইস্যুকে স্পর্শ করেছে।
ফরাসি মিডিয়ায় অনেকে এটিকে "প্রভোকেটিভ মার্কেটিং" বলে সমালোচনা করেছেন। সোশ্যাল মিডিয়ায় কিছু ব্যবহারিকারী ব্র্যান্ডটিকে সমর্থন জানালেও, অনেক ফরাসি নাগরিক এটিকে "ফ্রান্সের সংস্কৃতিতে হস্তক্ষেপ" হিসেবে দেখছেন।
আঁখি