ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

আরও দীর্ঘায়িত হতে পারে প্রতিবাদ

এরদোয়ানের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিক্ষোভ

প্রকাশিত: ২১:০৮, ২৬ মার্চ ২০২৫

এরদোয়ানের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিক্ষোভ

ইস্তানবুলের মেয়র একরেম ইমামোগলুর কারাবাসের প্রতিবাদে তুরস্কজুড়ে টানা ছয় রাত ধরে চলা বিক্ষোভ আরও দীর্ঘায়িত হতে পারে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের এই অভিনয় শীঘ্রই শেষ হবে বলে মন্তব্যকে তারা প্রত্যাখ্যান করেছেন। এই চলমান বিক্ষোভ এরদোয়ানের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যিনি একে সড়ক সন্ত্রাস বলে আখ্যা দিয়েছেন। ২০১৩ সালে গেজি  পার্ক বিক্ষোভ  দমন করার পর থেকে তিনি রাজপথের কোনো সমালোচনা সহ্য করেননি। খবর রয়টার্সের।
গত সপ্তাহে ইমামোগলুকে দুর্নীতির অভিযোগে আটকের পর থেকে দেশটিতে গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ শুরু হয়েছে। বিরোধী দল, মানবাধিকার সংগঠন ও ইউরোপীয় নেতারা এই আটককে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও গণতন্ত্রবিরোধী বলে আখ্যা দিয়েছেন। ইমামোগলুর মুক্তির দাবিতে প্রতিদিন সন্ধ্যায় লাখ লাখ মানুষ ইস্তানবুলের সরাচানে পার্ক, আঙ্কারার কুজুলায় স্কয়ারসহ বিভিন্ন শহরের সড়ক ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হচ্ছেন।
‘এরদোয়ান পদত্যাগ করো’ স্লোগান দিয়ে তারা শুধু মেয়রের মুক্তিই নয়, ন্যায়বিচার ও মৌলিক অধিকারের দাবি জানাচ্ছেন। যদিও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে, তবুও প্রতিবাদ অব্যাহত রয়েছে। রাত গড়ালে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করায় এ পর্যন্ত এক হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে।  সরাচানে পার্কের বিক্ষোভে অংশ নেওয়া এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলেন, সরকার ও পুলিশের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করে এটি আরও দীর্ঘ সময় চলতে পারে। আমি যতটা সম্ভব আসব। কারণ সরকার আমাদের কোনো ন্যায়বিচার দেয়নি। তিনি আরও বলেছেন- প্রথমে ভয় পেয়েছিলাম, মনে হয়েছিল আমাদের আটক করা হতে পারে। কিন্তু এখন আর ভয় পাই না।  মূল বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) মঙ্গলবার সরাচানে পার্কে তাদের শেষ সমাবেশের ঘোষণা দিলেও অনেক বিক্ষোভকারী জানিয়েছেন, তারা প্রতিদিনের বিক্ষোভ চালিয়ে যাবেন।  আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে এরদোয়ান সিএইচপির বিরুদ্ধে নাগরিকদের উসকে দেওয়ার অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, তাদের এই অভিনয় শেষ হলে তারা দেশের বিরুদ্ধে অশুভ কাজের জন্য লজ্জিত হবে। সরকার রাজনৈতিক প্রভাবের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, বিচার বিভাগ স্বাধীন। তবে সম্প্রতি সিএইচপি বারবার মানুষকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছে, যা কারাবন্দি মেয়র ইমামোগলুর আহ্বানেরই প্রতিধ্বনি।  
সিএইচপি নেতা ওজগুর ওজেল সরাচানে পার্কে ট্রাকের ওপর দাঁড়িয়ে প্রতিদিন বক্তৃতা দিয়ে আসছেন। তিনি বলেছেন, বৃহস্পতিবার সমাবেশ হবে একটি মহান সমাপ্তি এবং নতুন সমাবেশের বড় সূচনা। বিক্ষোভে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে। অনেকেই সোমবার থেকে ক্লাস বর্জন করছেন। বুধবার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একদিনের ধর্মঘট পালন করেছেন। ইস্তানবুলের ১৯ শতকের গালাতা ব্রিজে সোমবার সন্ধ্যায় একটি অবস্থান প্রতিবাদ সাময়িকভাবে সব যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

×