ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

সাক্ষাৎকারে ডেনিস প্রধানমন্ত্রী

গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগ অগ্রহণযোগ্য

প্রকাশিত: ২০:৫৭, ২৬ মার্চ ২০২৫

গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগ অগ্রহণযোগ্য

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন

যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের ওপর অগ্রহণযোগ্য চাপ প্রয়োগ করছে বলে অভিযোগ করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। বুধবার তিনি এই অভিযোগ করেন। বুধবার এক প্রতিবেদনে বলা হয়, এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদলের গ্রিনল্যান্ড সফর করার আগে এমন অভিযোগ করলেন ফ্রেডেরিকসেন। খবর রয়টার্সের।
ফ্রেডেরিকসেন বুধবার ডেনিশ সম্প্রচারক ডিআর এবং টিভি২-কে সাক্ষাৎকারে বলেন, আমি বলতে বাধ্য হচ্ছি যে এই পরিস্থিতিতে গ্রিনল্যান্ড এবং ডেনমার্কের উপর চাপ প্রয়োগ করা অগ্রহণযোগ্য। এটি এমন চাপ যা আমরা প্রতিরোধ করব। ফ্রেডেরিকসেন আরও বলেন, এটি স্পষ্টতই এমন কোনো সফর নয় যা গ্রিনল্যান্ডের প্রয়োজন বা চাওয়ার বিষয়ে আলোচনা করবে। ডেনমার্কের স্বায়ত্তশাসিত ভূখণ্ড গ্রিনল্যান্ডের ওপর ওয়াশিংটনের মনোযোগের কথা উল্লেখ করে এমনটা জানান তিনি। মার্কিন ভাইস প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্ত্রী ঊষা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুক্রবার গ্রিনল্যান্ডে যাবেন ভ্যান্স। সেখানে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের পিটুফিক স্পেস বেসে ভ্রমণ করবেন তারা। সেখানে আর্কটিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে আরও তথ্য এবং মার্কিন সেনা সদস্যদের সঙ্গে দেখা করবেন বলেও জানানো হয়। সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রস্তাব পুনর্ব্যক্ত করে বলেন যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়া দরকার। এই বিশাল দ্বীপটি মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।

×