ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

রকেট ঝরে চুরমার ইসরাইল, নতুন প্রযুক্তি আয়রন ডোম সংযোজন

প্রকাশিত: ১৯:১৪, ২৬ মার্চ ২০২৫

রকেট ঝরে চুরমার ইসরাইল, নতুন প্রযুক্তি আয়রন ডোম সংযোজন

ছবি: সংগৃহীত

চারপাশ থেকে  ড্রোন এবং রকেট হামলায় ইসরায়েল যেন এখন এক যান্ত্রিক খাঁচায় বন্দি। উত্তরে হিযবুল্লাহ্,দক্ষিণে হামাস এবং ইয়েমেনের হুদি, ইসরাইলকে আজ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চালাতে হচ্ছে উন্নত প্রযুক্তিগত পরীক্ষা।

যুদ্ধ ক্ষেত্রে এবার নতুন প্রযুক্তি আয়রন ডোম সংযোজন ব্যবহার করা হচ্ছে কারণ প্রচলিত ব্যবস্থাগুলো আর আগের মতো কাজ করছে না।

ইসরাইল ২টি আইরন ডোম প্রযুক্তি ব্যবহার করছে এবং প্রত্যেকটা ডোমে ২০ টি করে ইন্টার সেক্টর রয়েছে। উদ্দেশ্য ছিল চারদিক থেকে ছুটে আসা রকেট,ড্রোন এমনকি ক্রুশ ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলা করা। নতুন করে যুক্ত হয়েছে (ইএলডি) মাল্টি মিশন রাডার (এম এম আর ) যা চারদিক থেকে ছুঁটে আসা প্রযুক্তিগুলো ধ্বংস করবে।পরীক্ষায় দেখা গেছে কিছু ইন্টার সেক্টর ৭০টি রকেটের পিছন পিছন গিয়ে ধ্বংস করেছে। যা ইসরাইলের আগের প্রতিরক্ষার চেয়ে বেশি শক্তিশালী বলে জানিয়েছেন,ইসরাইলের মিসাইল ডিফেন্স অর্গানাইজেশন প্রধান মোশে প্যাটেল । তিনি বলেছেন এ প্রযুক্তি যুদ্ধ ক্ষেত্রে আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।

চারদিক থেকে ড্রোন,রকেট,মিসাইল ঠেঁকাতে ইসলাইল নতুন এই প্রযুক্তি সংযোজন করেছে। নতুন করে ইরানের পারস্য উপসাগরের দ্বীপে মিসাইল মোতায়ন করেছে,যা বিভিন্নভাবে ইসরাইলকে চারপাশ থেকে গিরে রেখেছে।

রাফায়েল ডিফেন্স সিস্টেমস জানায় ,আয়রন ডোমের এই পরীক্ষাগুলো এখন পর্যন্ত সবচেয়ে বড় এবং জটিল। ভবিষ্যতের যুদ্ধ কৌশলের জন্য এই প্রযুক্তির সফলতা গুরত্বপূর্ণ ভিত্তি গড়ে তুলবে।

মেহেদী হাসান

×