ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

তবে কি পিছু হটছে আমেরিকা?

প্রকাশিত: ১৮:৫৮, ২৬ মার্চ ২০২৫

তবে কি পিছু হটছে আমেরিকা?

ছবি: সংগৃহীত

তালেবান নেতা ও আফগানিস্তানের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানীর মাথার মূল্য ১০ মিলিয়ন ডলার নির্ধারণ করেছিল যুক্তরাষ্ট্র। তবে হঠাৎ করেই সেই ঘোষণা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কয়েকদিন আগেই তালেবান প্রায় দুই বছর ধরে বন্দি থাকা এক মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে। আফগানিস্তানে পর্যটক হিসেবে প্রবেশের পর অপহৃত হওয়া সেই জর্জ গ্লেজম্যানকে মুক্তি দেয়ার পরই হাক্কানীর ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাষ্ট্র। এরপরই তার মাথার মূল্য বাতিলের খবর আসে।

তালেবান বরাবরই বলে আসছে, তারা বিশ্বব্যাপী নিজেদের স্বীকৃতি আদায়ের জন্যই বন্দি মুক্তির মতো পদক্ষেপ নিচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে, এটি শুধু বন্দি বিনিময় নয়, বরং ওয়াশিংটনের সঙ্গে তালেবানের সম্পর্কের নতুন সূচনা হতে পারে। সাম্প্রতিক বন্দি বিনিময়ের পর দুই পক্ষের সম্পর্ক কিছুটা নরম হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

সিরাজউদ্দিন হাক্কানী তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংগঠনটির উপপ্রধান। একসময় সন্ত্রাসবাদের প্রতীক হিসেবে পরিচিত এই নেতা আফগানিস্তানে মার্কিন বাহিনী ও বেসামরিকদের বিরুদ্ধে বেশ কিছু প্রাণঘাতী হামলার নেতৃত্ব দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো তালেবানের ক্ষমতা গ্রহণের পর থেকেই হাক্কানীর গতিবিধির ওপর নজর রাখছিল। ২০২২ সালে এক মার্কিন ড্রোন হামলায় কাবুলে আল-কায়দার তৎকালীন প্রধান আয়মান আল-জাওয়াহিরী নিহত হন। মার্কিন কর্মকর্তাদের দাবি, যে বাড়িতে জাওয়াহিরী নিহত হয়েছিলেন, সেটি ছিল হাক্কানীর আশ্রয়স্থল।

তবে, এ ঘটনার পরও যুক্তরাষ্ট্র হাক্কানীর বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেয়নি। বরং এখন তার মাথার মূল্যই প্রত্যাহার করা হয়েছে, যা আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে রহস্য তৈরি করেছে।

শিলা ইসলাম

×