ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

ফিলিস্তিনের পক্ষে নেলসন ম্যান্ডেলার নাতির স্লোগান, ‘হামাস-হিজবুল্লাহ চিরজীবী হোক’

প্রকাশিত: ১৭:৫৫, ২৬ মার্চ ২০২৫; আপডেট: ১৮:০০, ২৬ মার্চ ২০২৫

ফিলিস্তিনের পক্ষে নেলসন ম্যান্ডেলার নাতির স্লোগান, ‘হামাস-হিজবুল্লাহ চিরজীবী হোক’

ছবি: সংগৃহীত

হামাস, হিজবুল্লাহ ও হুতির পক্ষে স্লোগান দিলেন দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার নাতি জুয়েলভেলিল ম্যান্ডেলা। গত শনিবার ইয়েমেনের সানা শহরে 'ফিলিস্তিন, জাতীয় কেন্দ্রিক ইস্যু' শিরোনামে আয়োজিত তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনে 'ফিলিস্তিনের প্রতিরোধ বাহিনী চিরজীবী হোক (ভিভা হামাস, ভিভা হিজবুল্লাহ)' বলে স্লোগান দিয়েছেন তিনি।

সম্মেলনে ইয়েমেনের জনগণের দীর্ঘায়ু কামনা করে ফিলিস্তিনের স্বাধীনতার দাবিও জানান তিনি। তাঁর 'Free Free Palestine; From the river to the sea, Palestine will be free' স্লোগানের সাথে কণ্ঠ মেলান উপস্থিত সবাই।

ম্যান্ডেলা তাঁর ভাষণে আরও উল্লেখ করেন, এই আন্তর্জাতিক সম্মেলন ফিলিস্তিনের উল্লেখযোগ্য দিকগুলো সামনে নিয়ে এসেছে। তিনি বলেন, 'শত্রুর প্রচারণা মোকাবেলা করতে ও ফিলিস্তিনের পক্ষে শক্তিশালী আন্তর্জাতিক সমর্থন ও সংহতি গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে।'

এছাড়া, বিশ্বের সব সক্রিয় কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে ম্যান্ডেলা বলেন, তারা যেন ফিলিস্তিনের পক্ষে তাদের প্রচেষ্টাকে আরও বৃদ্ধি করেন। পাশাপাশি, ডিজিটাল ইন্তিফাদাকে আরও শক্তিশালী করে তোলেন ও শত্রুর মিডিয়া সিস্টেমগুলোর অপতৎপরতা জনসমক্ষে নিয়ে আসতে কাজ করেন।

উল্লেখ্য, ২০১৫ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন জুয়েলভেলিল ম্যান্ডেলা। এরপর থেকে দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনিদের অধিকার আদায়ের দাবিতে সোচ্চার তিনি।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=JEoJxYs2cxg

রাকিব

×