ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

কুদসের রকেট আগুনবৃষ্টিতে ঝাঝরা ইসরায়েল

প্রকাশিত: ০৬:৫৩, ২৬ মার্চ ২০২৫

কুদসের রকেট আগুনবৃষ্টিতে ঝাঝরা ইসরায়েল

ছবি:সংগৃহীত

ইসরাইল ও হামাসের মধ্যে চলমান সংঘাত ক্রমশ তীব্রতর হচ্ছে। হামাস, হিজবুল্লাহ এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠী ইসরাইলকে হামলা ও পাল্টা হামলা দিয়ে তটস্থ ও অস্থির করে রেখেছে। হামলা প্রতিরোধে একসময় ইসরাইল এগিয়ে থাকলেও বর্তমানে তা কিছুটা বিচলিত হতে শুরু করেছে। গত সোমবার, গাজা থেকে ইসরাইলে রকেট হামলা চালানো হয়। যদিও ইসরাইল দাবি করেছে যে, তার বাহিনী দুটি রকেট ভূপাতিত করেছে, তবে এ হামলায় শহর ও অঞ্চলে সাইরেন বাজাতে হয়েছে। 

 

 

ইসলামী জিহাদী আন্দোলনের শাখা আল কুদস ব্রিগেড দাবি করেছে, তারা উত্তর গাজা থেকে রকেট ছুড়েছে। হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেডও এর আগের শুক্রবারে আশকেলনে রকেট হামলা চালানোর দাবি করেছে। একই সময়ে, লেবানন থেকেও ইসরাইলে রকেট হামলা হয়, তবে হিজবুল্লাহ এই হামলা অস্বীকার করেছে।

 

 

ইসরাইল, গাজা, লেবানন এবং ইয়েমেনের মধ্যে চলমান এই সংঘাতের পরিপ্রেক্ষিতে, শান্তি প্রতিষ্ঠায় মিশর একটি নতুন প্রস্তাব দিয়েছে। মিশরের প্রস্তাব অনুযায়ী, হামাস প্রতি সপ্তাহে পাঁচজন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে এবং ইসরাইলও যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন করবে। বর্তমানে হামাসের হাতে ৫৯ জন ইসরাইলি জিম্মি রয়েছে, যাদের মধ্যে ২৪ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। 

 

 

 

এদিকে, যুক্তরাষ্ট্র এবং হামাস মিশরের প্রস্তাবে সম্মত হলেও, ইসরাইল এখনও আনুষ্ঠানিকভাবে সাড়া দেয়নি। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, মিশরের প্রস্তাবে গাজা থেকে ইসরাইলি সেনার পুরোপুরি প্রত্যাহারের একটি সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এর বিনিময়ে হামাস বাকি জিম্মিদের মুক্তি দেবে। তবে ইসরাইলের পক্ষ থেকে এখনও কোনো চূড়ান্ত প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আঁখি

×