ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

হামলা ও সেনা আটকের দুই দিন পর মুক্তি পেলেন অস্কারজয়ী ফিলিস্তিনি পরিচালক

প্রকাশিত: ০৩:১১, ২৬ মার্চ ২০২৫; আপডেট: ০৩:১২, ২৬ মার্চ ২০২৫

হামলা ও সেনা আটকের দুই দিন পর মুক্তি পেলেন অস্কারজয়ী ফিলিস্তিনি পরিচালক

ছবিঃ সংগৃহীত

ইসরায়েলি বসতকারীদের হামলার শিকার হওয়ার পর ইসরায়েলি সেনাদের দ্বারা আটক হওয়া ফিলিস্তিনি অস্কারজয়ী হামদান বল্লালকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁর সহ-পরিচালক।

অ্যাক্টিভিস্টদের দাবি, সোমবার (২৪ মার্চ) ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে বল্লালের বাড়ি ঘিরে ফেলেছিল বসতকারীরা এবং সেখানেই তিনি হামলার শিকার হন।

"নো আদার ল্যান্ড" সিনেমার সহ-পরিচালক ইউভাল আব্রাহাম জানান, বল্লালকে বসতকারীরা মারধর করে এবং পরে তাঁকে একটি অ্যাম্বুলেন্স থেকে ইসরায়েলি সেনারা তুলে নিয়ে যায়। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) এ অভিযোগ অস্বীকার করেছে।

মঙ্গলবার (২৫ মার্চ)  বিকেলে আব্রাহাম নিশ্চিত করেন যে বল্লালকে মুক্তি দেওয়া হয়েছে।

IDF জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর ওপর "পাথর নিক্ষেপের" অভিযোগে তিন ফিলিস্তিনি এবং এক ইসরায়েলিকে আটক করা হয়েছে।

"সেন্টার ফর জুইশ ননভায়োলেন্স" (CJNV) সংগঠনের পাঁচজন কর্মী বলেন, তাঁরা ঘটনাটি নথিভুক্ত করতে গ্রামে গিয়েছিলেন, কিন্তু বসতকারীরা তাঁদের ওপরও হামলা চালায়। বসতকারীরা তাঁদের গাড়ির জানালা ভেঙে দেয়, লাঠি দিয়ে মারধর করে এবং ঘুষি মারে।

ঘটনাস্থলে থাকা একজন অ্যাক্টিভিস্ট বিবিসিকে জানান, আটক তিন ফিলিস্তিনি—যার মধ্যে বল্লালও ছিলেন—বসতকারীদের হামলায় আহত হয়েছেন এবং তাঁদের পশ্চিম তীরের একটি ইসরায়েলি পুলিশ স্টেশনে আটকে রাখা হয়েছিল।

তাঁদের বিরুদ্ধে পাথর নিক্ষেপ করে এক ইসরায়েলি কিশোর রাখালকে আহত করার অভিযোগ আনা হয় এবং তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। তবে অ্যাক্টিভিস্টরা জানান, তাঁদের আইনজীবীর সহায়তা পাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল।

সূত্রঃ বিবিসি

ইমরান

×