
ছবিঃ সংগৃহীত
রাশিয়া এবং ইউক্রেন সৌদি আরবে দুই দিনের শান্তি আলোচনার পর পৃথক চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৃষ্ণসাগরে নৌবাহিনীর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
ওয়াশিংটন জানিয়েছে, এই চুক্তির ফলে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ পুনরায় চালু হবে এবং সব পক্ষই "স্থিতিশীল ও দীর্ঘস্থায়ী শান্তি" প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাবে।
তারা একে অপরের জ্বালানি অবকাঠামোর ওপর হামলার নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতেও সম্মত হয়েছে, বলে হোয়াইট হাউস জানিয়েছে।
তবে রাশিয়া বলেছে, তাদের খাদ্য ও সার বাণিজ্যের ওপর আরোপিত একাধিক নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে না।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা রিয়াদে মস্কো ও কিয়েভের আলোচকদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন, যার লক্ষ্য ছিল উভয় পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি করানো। তবে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল সরাসরি সাক্ষাৎ করেনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কৃষ্ণসাগরে হামলা বন্ধের এই চুক্তিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।
"এটি সফল হবে কিনা তা বলা এখনও খুব তাড়াতাড়ি, তবে এটি সঠিক বৈঠক, সঠিক সিদ্ধান্ত এবং সঠিক পদক্ষেপ ছিল," তিনি কিয়েভে এক সংবাদ সম্মেলনে বলেন।
তিনি আরও বলেন, "এই চুক্তির পর কেউ ইউক্রেনকে স্থায়ী শান্তির পথে অগ্রসর না হওয়ার অভিযোগ করতে পারবে না।"
এর আগে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের বিরুদ্ধে শান্তি চুক্তি বাধাগ্রস্ত করার অভিযোগ এনেছিলেন।
সূত্রঃ বিবিসি
ইমরান