ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

ইসরাইলি সেনাদের ওপর মরু লিংক্সের হামলা

প্রকাশিত: ১৭:৫২, ২৫ মার্চ ২০২৫; আপডেট: ১৭:৫৪, ২৫ মার্চ ২০২৫

ইসরাইলি সেনাদের ওপর মরু লিংক্সের হামলা

ছবি: সংগৃহীত

প্রকৃতির পরিশোধ বলে যদি পৃথিবীতে কিছু থাকে, তেমনটাই হয়েছে ইসরাইলি সেনাদের ওপর ।

গেল বছর মার্চ মাসে গাজায় দাওলাত আবদুল্লা আন তানানি নামের এক বৃদ্ধামহিলা ইসরাইলি সেনাদের হুমকির মুখে নিজের বাসা ছাড়তে রাজি হয় নি। শয্যাশায়ী অবস্থায় তার     ওপর লেলিয়ে দেয়া হয় কুকুর।

ফলে বৃদ্ধা এই নারীর শরীরে ক্ষত সৃষ্টি হয়, হাঁড় ভেঙ্গে যায়। প্রাণে বেঁচে গেলেও সেই ভয়াভহ স্মৃতি তিনি এখনও বয়ে বেড়াচ্ছেন।আল জাজিরাকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

এবার এমনই একটি ভয়াভহ পরিস্থির শিকার হয়েছেন ইসরাইলি সেনারা। যেন ঘটনার পুনরাবৃত্তি হলো,নেগেভ মরুভূতিতে ইসরাইলি সীমান্তরক্ষা সেনাদের ওপর হামলা করে বসে (মরু লিংক্স) নামে এক বন্য বিড়াল।ইসরাইলি গণমাধ্যম জানায় গত মঙ্গলবার,মাউন্ড হারিফের একটি সামরিক ঘাটির আশেপাশে বন্য বিড়ালটি দেখা যায়। এর পরেই সেনাদের ওপর ঝাঁপিয়ে পরে বন্য লিংক্সটি।

মূলত মিশরীয় এই লিংক্স প্রাণীটি শুষ্ক মরুভূতিতে বিচরণ করে এবং মূলত ছোট প্রাণীদের আক্রমণ করে এবং শিকার করে। ৬০ থেকে ১৩০ সে.মি দৈর্ঘ্যের প্রাণীটি ঘন্টায় প্রায় ৮০ কিলোমিটার বেগে দৌঁড়াতে পারে। সংরক্ষণ কতৃপক্ষের দাবি সামরিক ঘাটির কাছাকাছি থাকার কারণে ক্যারাকাল বন্য প্রাণীটি হয়তো মানুষের উপস্থিতির সাথে অবস্থ হয়ে পড়েছিল যা তার স্বাভাবিক আচরণে পরিবর্তন এনেছে।ঘটনাস্থল থেকে প্রাণীটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটানাটিকে অনেকেই প্রকৃতির প্রতিশোধ বলে মনে করছেন।কেউ কেউ হাস্যরসাত্মক করে ক্যারাকালটিকে হামাসের সদস্য বলছেন। অনেকে মনে করছেন এ লিংক্সের প্রাণীর অবদান মুসলিম বিশ্বের দেশগুলোর চাইতে বেশি।

মেহেদী হাসান

×