
ছবি: সংগৃহীত
টানা আট দিন ধরে ইসরায়েল গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। ভোরের দিকে চালানো হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে সাতজন শিশু রয়েছে।
ইসরায়েলি বাহিনী এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো সিরিয়ার পালমিরা শহরের কাছে দুটি বিমানঘাঁটিতে বোমা হামলা চালিয়েছে।
গাজায় আল জাজিরার সাংবাদিক হুসাম শাবাত হত্যার ঘটনায় এবং অধিকৃত পশ্চিম তীরে অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা হামদান বেলাল গ্রেপ্তারের পর ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে।
সূত্র: https://www.google.com/amp/s/www.aljazeera.com/amp/news/liveblog/2025/3/25/live-israeli-attacks-kill-65-in-gaza-including-journalists-children
আবীর