
ছবি: সংগৃহীত।
ইতালির উত্তর অঞ্চলে অবস্থিত ট্রেনটিনো (আধিকারিক নাম ট্রেন্টো প্রদেশ) তার মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য ও পর্যটন সম্ভাবনার সাথে সাথে একটি নতুন উদ্যোগে নিজেকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করছে। এখানে, বাড়ির দরজা খুললেই আপনি স্কি রিসোর্ট, আঙুরের খেত এবং থার্মাল স্প্রিং-এর মত আকর্ষণীয় দৃশ্যের সাক্ষী হতে পারবেন।
এই প্রদেশের ডলোমাইট আল্পস পর্বতমালার কোলে অগণিত পরিত্যক্ত বাড়ি রয়েছে। সরকারের একটি নতুন পরিকল্পনায়, ট্রেনটিনো প্রদেশে বসবাস শুরু করলে এসব বাড়ি সংস্কারের জন্য বিদেশি ও ইতালির নাগরিকদের জন্য বিভিন্ন অনুদান প্রদান করা হবে। সিএনএন এর এক প্রতিবেদন অনুযায়ী, সংস্কারের জন্য অনুদান হিসেবে ৮৮ হাজার ইউরো এবং বাড়ি ক্রয়ের জন্য ২০ হাজার ইউরো দেওয়া হবে যা বাংলাদেশি টাকায় ১ কোটি ৩১ লাখ টাকা। তবে, এই সুযোগ গ্রহণকারীদের অবশ্যই ১০ বছর ধরে সেখানে বসবাস করতে হবে; অন্যথায় অনুদানের অর্থ ফেরত দিতে হবে।
এই পরিকল্পনায় প্রদেশের ৩৩টি শহরকে অন্তর্ভুক্ত করা হবে। সিএনএন-এর প্রতিবেদনে জানানো হয়েছে যে, নির্দিষ্ট শহরগুলিতে জনসংখ্যা ব্যাপকভাবে হ্রাস পাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতালির গ্রাম্য এলাকাগুলোতে ক্রমাগত জনসংখ্যা কমার পাশাপাশি যুবক-যুবতীরাও কাজের উদ্দেশ্যে গ্রাম ত্যাগ করছেন। এদিকে, ২০২৪ সালের বাজেটে কম জনসংখ্যার এলাকায় জনবসতি বাড়ানোর জন্য তিন কোটি ইউরোর একটি তহবিলের ব্যবস্থা করা হয়েছে। মিউনিসিপ্যালিটি এলাকার জনসংখ্যা যদি পাঁচ হাজারের নিচে থাকে, তবে তহবিল থেকে অনুদান প্রদান করা হবে।
ট্রেনটিনো প্রদেশের প্রেসিডেন্ট মাওরিজিও ফুগাতি বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হলো সম্প্রদায়গুলোকে পুনরুজ্জীবিত করা এবং আঞ্চলিক সংহতি প্রচার করা।”
এই উদ্যোগ দেশি ও বিদেশী উভয় নাগরিকের জন্য উন্মুক্ত থাকায়, ট্রেনটিনো প্রদেশের পুনরুজ্জীবন ও গ্রাম্য জীবনের মান উন্নয়নে একটি নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে আশা করা হচ্ছে।
সূত্র: সিএনএন
সায়মা ইসলাম